Ajker Patrika

সোনা উদ্ধার গ্রেপ্তার ২

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৪: ২৩
সোনা উদ্ধার  গ্রেপ্তার ২

ঝিনাইদহে প্রায় এক কোটি তিন লাখ ৪০ হাজার টাকা মূল্যের সোনাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা সড়কের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের আব্দুল্লাহ রোমান ও কুমিল্লার সিদ্দিকুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে পুলিশ জানতে পারে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে এক ব্যক্তি সোনা নিয়ে ঢাকার তাতি বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাঁকে ধরতে ঝিনাইদহ সদর থানার উপরিদর্শক (এসআই) ইমদাদুল হকের নেতৃত্বে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে চেকপোষ্ট বসানো হয়। দুপুর দুইটার দিকে একটি মোটরসাইকেলের গতি রোধ করে দুজনকে আটক করা হয়। সে সময় তাঁদের দেহ তল্লাসি করে কাগজে মোড়ানো সোনা উদ্ধার করা হয়। উদ্ধাকৃত সোনার ওজন প্রায় এক কেজি ১শ ৪৫ গ্রাম। যার মূল্য প্রায় এক কোটি তিন লাখ ৪০ হাজার টাকা।

এসআই ইমদাদুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে সোনা নিয়ে রাজধানীর বিভিন্ন এলকায় পৌছে দেওয়ার কাজ করতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত