Ajker Patrika

বাংলা ভাষায় দক্ষিণী সিনেমা

বাংলা ভাষায় দক্ষিণী সিনেমা

বিদেশি কনটেন্ট বাংলায় রূপান্তর করে প্রচারের চল দেশে শুরু হয়েছিল বেশ আগে। বিটিভির কল্যাণে ‘দ্য অ্যাডভেঞ্চারস অব সিন্দাবাদ’, ‘দ্য নিউ অ্যাডভেঞ্চারস অব রবিনহুড’, ‘দ্য সোর্ড অব টিপু সুলতান’, ‘আলিফ লায়লা’, ‘হারকিউলিস’সহ অনেক জনপ্রিয় টিভি সিরিজের স্বাদ এ দেশের দর্শক পেয়েছেন বাংলা ভাষায়। পরবর্তী সময়ে জনপ্রিয় আরও অনেক সিরিজ বাংলায় ডাবিং করে প্রচার করেছে এ দেশের টিভি চ্যানেলগুলো। সেসব অনুষ্ঠান পেয়েছে তুমুল জনপ্রিয়তা। উদাহরণ হিসেবে তুরস্কের সিরিজ ‘সুলতান সুলেমান’-এর কথা বলতে হয় সবার আগে।

এ তো গেল বাংলা ভাষায় বিদেশি সিরিজের কথা। এবার সিনেমার আলাপে আসা যাক। গত এক দশকে দক্ষিণ ভারতীয় সিনেমা (তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ইত্যাদি) যেভাবে তার জনপ্রিয়তা ছড়িয়ে দিয়েছে ভারতজুড়ে, তার রেশ এসে পড়েছে বাংলাদেশেও। দক্ষিণী সিনেমা নিয়মিত দেখেন বা খোঁজখবর রাখেন, এমন দর্শকের সংখ্যা এ দেশে অনেক। যেহেতু ভাষা বোঝার সীমাবদ্ধতা আছে, তাই একটা সময় পর্যন্ত এসব সিনেমা দেখতে বাংলাদেশের দর্শকদের ভরসা করতে হতো হিন্দি ডাবিং বা সাবটাইটেলে। এখন পরিস্থিতি বদলেছে। জনপ্রিয় দক্ষিণী সিনেমাগুলো বাংলা ভাষাতেই উপভোগ করতে পারছেন এ দেশের দর্শক। কীভাবে?

এ সুযোগ তৈরি হয়েছে ওটিটি প্ল্যাটফর্মের কল্যাণে। যাঁরা দক্ষিণী সিনেমা পছন্দ করেন, বঙ্গবিডির ওয়েবসাইটে ঢু দিলে তাঁদের চক্ষু চড়কগাছ হতেই পারে। এ প্ল্যাটফর্মটি দর্শকদের জন্য থরে থরে সাজিয়ে রেখেছে একগুচ্ছ জনপ্রিয় দক্ষিণী সিনেমা। সবই বাংলা ভাষায় রূপান্তরিত। তালিকায় আছে কঙ্গনা রনৌত অভিনীত ‘থালাইভি’, রজনীকান্তের ‘কাবালি’, বিজয় অভিনীত ‘থেরি’, ধানুশ অভিনীত ‘কারনান’, বিষ্ণু বিশালের ‘রাতসাসান’, আর মাধবনের ‘ইরুধি শুত্রু’, সুরিয়ার ‘এনজিকে’, ‘সুরারাই পতরু’সহ আরও অনেক সিনেমা।

বঙ্গবিডির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমানকে প্রশ্ন করা হয়েছিল, দক্ষিণী সিনেমা বাংলায় ডাবিং করে কেমন সাড়া পাচ্ছেন তাঁরা? মুশফিকুর রহমান বলেন, ‘বেশ সাড়া পাচ্ছি। তবে এখনো পর্যন্ত আমরা দু-তিন বছরের পুরোনো সিনেমাগুলোই আনতে পারছি।যদি নতুন সিনেমা আনতে পারতাম, দর্শকদের অংশগ্রহণ আরও বাড়ত।’

নতুন সিনেমা আনার ক্ষেত্রে কিছু নীতিগত জটিলতা আছে বলে জানালেন তিনি। মুশকিকুর রহমান আরও জানিয়েছেন, শুধু সিনেমা নয়, সিনেমার গানগুলোও বাংলায় রূপান্তরের উদ্যোগ নিয়েছেন তাঁরা। দেশের আরেকটি শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিও দক্ষিণী সিনেমা প্রচার করছে বাংলা ভাষায়। এ পর্যন্ত চরকিতে দেখা গেছে টোভিনো থমাস ও অহনা কৃষ্ণা অভিনীত মালয়ালম সিনেমা ‘লুকা’ এবং কার্থি ও রাকুল প্রীত অভিনীত তামিল সিনেমা ‘থিরান’। দক্ষিণী সিনেমার বাংলা ডাবিং নিয়ে ভবিষ্যতে আরও কাজ করার পরিকল্পনার কথা জানা গেল চরকির তরফ থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত