Ajker Patrika

রাসেল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২: ২১
রাসেল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ঝালকাঠির রাসেল সিকদার হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অন্য দুই আসামিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ঝালকাঠির অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান গত মঙ্গলবার বিকেলে এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার জাকির হোসেন (৪০), মো. শহীদুল ইসলাম (৫০) ও রিপন বেগ (৩৫)।

৩ বছরের সাজাপ্রাপ্তরা হলেন বাকেরগঞ্জের বানিয়াকাঠি গ্রামের মামুন (৩৫) ও পাটুখালি গ্রামের বাদল হাওলাদার (৩৫)। এদের মধ্যে শহীদুল ইসলাম, রিপন বেগ ও মো. মামুন পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৪ থেকে ২৮ জানুয়ারি মধ্যে কোনো এক সময় ঝালকাঠি শহরের রাসেল সিকদার লোটনের মোটরসাইকেল ভাড়া করেন হত্যাকারীরা। পরে দপদপিয়া ফেরিঘাটের দক্ষিণ পাড়ে নিয়ে রাসেলকে হত্যা করা হয়।

লাশ গুম করার জন্য নদীতে ফেলে দেওয়া হয়। পরবর্তী সময়ে পটুয়াখালী থেকে রাসেলের লাশ উদ্ধার করা হয়। রাসেলের বাবা সিরাজুল হক সিকদার বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করেন। পরে তদন্তকারী কর্মকর্তা আব্দুল হালিম হাওলাদার এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত