Ajker Patrika

নিরাপত্তা চায় সোহেল ও হরিপদের পরিবার

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৩: ২৪
নিরাপত্তা চায় সোহেল ও হরিপদের পরিবার

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) কাউন্সিলর হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে নিহত কাউন্সিলর সোহেল ও হরিপদের পরিবার। গতকাল বুধবার কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় নিহত কাউন্সিলরের বড় ছেলে সৈয়দ নাদিম, ভাই সৈয়দ রোমান ও মোহাম্মদ হানিফ মিয়াসহ পরিবারের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে তাঁরা জানান, গত ২২ নভেম্বর প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে কুসিক কাউন্সিলর ও ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সোহেল ও তাঁর সহযোগী হরিপদকে হত্যা করা হয়। এ সময় আরও কয়েকজন গুলিতে আহত হন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ নিয়ে এলাকায় এখনো আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ হত্যার ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। অন্যথায় নগরীর আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি জানমালের নিরাপত্তা বিঘ্ন ঘটবে। এলাকার থমথমে পরিবেশ ও আতঙ্কিত পরিবারের নিরাপত্তার অনুরোধ করা হয়।

এ বিষয়ে কাউন্সিলর সোহেলের ভাই সৈয়দ রুমন বলেন, ‘এ হত্যাকাণ্ডের ঘটনায় কিছু আসামি গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এ ঘটনার নেপথ্যে জড়িতদের খুঁজে বের করতে হবে। আমার ভাইয়ের হত্যার পর বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের পরিবার উদ্বিগ্ন। তাই আমাদের নিরাপত্তা চেয়ে ও হত্যার সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত