Ajker Patrika

ঋণের চেক পেলেন ফুলচাষিরা

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৭: ৫০
ঋণের চেক পেলেন ফুলচাষিরা

ঝিকরগাছার গদখালীর পানিসারা ও হাড়িয়ায় উপজেলা পল্লী উন্নয়ন সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মশিউর রহমান ঋণের এসব চেক বিতরণ করেন।

এদিন মশিউর রহমান গদখালীতে ফুল চাষ এবং পল্লী উন্নয়ন বোর্ডের ঋণ কার্যক্রম পরিদর্শনে এসে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি ঋণগ্রহীতা ফুলচাষিদের স্বাবলম্বী হওয়ার কথা শুনে তাঁদের ভূয়সী প্রশংসা করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যশোর জেলা উপপরিচালক কামরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা ছালাউদ্দীন, প্রকল্প কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।

ফুলচাষিদের উদ্দেশ্যে সচিব মশিউর রহমান বলেন, ‘ঋণের টাকা যথার্থ ব্যবহার করে স্বাবলম্বী হওয়া সহজ, কিন্তু ঋণের টাকা নয়-ছয় করলে, যেমন অর্থনৈতিক মুক্তি মিলবে না, তেমনি আরও ঋণগ্রস্ত ও দরিদ্র হতে হবে।’

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব আরও বলেন, ‘ঋণের টাকা নিয়ে স্বাবলম্বী হয়ে পরে নিজেরাই যেন অন্যকে ঋণ দিতে পারি, সেভাবে আমাদের সবাইকে কাজ করতে হবে। আর এটাই হলো সরকারের উদ্দেশ্য।’

ঝিকরগাছার গদখালী দেশের ফুলের রাজধানী হিসেবে পরিচিত। যশোর জেলা শহর থেকে বেনাপোলের দিকে এগোলে গদখালী বাজার। মনখালীতে আসা ফুলগুলো যশোর থেকে ২৫ কিলোমিটার দূরে ঝিকরগাছা ও শার্শা থানার ৯০টি গ্রামের প্রায় ৪ হাজার বিঘা জমিতে চাষ করা হয়।

সম্প্রতি এখানে নেদারল্যান্ডসের টিউলিপ ও লিলিয়াম ফুলেরও সফল চাষ হয়েছে। এখন বাণিজ্যিক চাষের চেষ্টা চলছে।

তবে করোনার কারণে গত দুই বছর ধরে ফুল ব্যবসায় অনেক কৃষক লোকসানে পড়েন। যদিও কয়েকটি দিবস ঘিরে কিছু স্বস্তি ফিরেছে তাঁদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত