অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরের ভবদহের অঞ্চলের অধিকাংশ রাস্তাঘাট পানিতে ডুব আছে শুষ্ক মৌসুমেও। দীর্ঘদিন ধরে রাস্তায় জলাবদ্ধতার কারণে চলাচলের জন্য চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। প্রতিনিয়ত এ সব সড়কে ঘটছে দুর্ঘটনা।
জানা গেছে, উপজেলার নওয়াপাড়া-মশিয়াহাটী সড়কের সরখোলা নামক স্থানে প্রায় এক কিলোমিটার রাস্তা জলাবদ্ধ অবস্থায় রয়েছে। ডুমুরতলা থেকে আন্ধা পর্যন্ত এক কিলোমিটার রাস্তা, কোটা থেকে বলারাবাদ-বেদভিটা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা এবং পাশের মনিরামপুরের হাটগাছা, সুজাতপুর, ডহর মশিয়াহাটি, মশিয়াহাটির মধ্যবর্তী রাস্তা ও সুন্দলী এলাকার ভবদহের অধিকাংশ রাস্তা পানিতে ডুবে আছে।
রাস্তায় পানি থাকার কারণে দীর্ঘ তিন মাস সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে পথচারীদের রাস্তায় দুর্ভোগের শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। অসুস্থ রোগীদের সঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে দুর্ভোগে পড়তে হচ্ছে এখানের বাসিন্দাদের। বিপাকে পড়তে হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের। পড়াশোনার পাশাপাশি পরীক্ষা দিতে তাদের পোহাতে হয়েছে নানা দুর্ভোগ।
সরেজমিনে বুধবার সকালে গিয়ে দেখা যায়, রাস্তার ওপর পানি থাকায় ভ্যান ঠেলে পার করতে দেখা যায়। কথা হয় ভ্যান চালক রমিজের সঙ্গে। আক্ষেপের সঙ্গে বলেন, ‘আমাদের এই দুর্ভোগ কোনো দিন শেষ হবে না? সারা দিন যা আয় করি তা দিয়ে সংসার চলে না। তার মধ্যে রাস্তায় পানি থাকার কারণে প্রায় সময়ই ভ্যানগাড়ি নষ্ট হয়ে যায়। আর একবার ভ্যান খারাপ হলে দুই-তিন দিনের রোজগার এই ভ্যানের মেরামতের পেছনে লেগে যায়।’
তা ছাড়া সরখোলা ক্লাবের সামনে ভ্যান, ইজিবাইক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের সঙ্গে কথা বললে তারা জানান, রাস্তায় হাঁটু পানি থাকার কারণে গাড়ি চালানো যায় না। গত রোববার মুমূর্ষু রোগীর জন্য গিয়েছিলাম। পরে আমার গাড়ির ব্যাটারির যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। তাই বাধ্য হয়ে নৌকায় করে যে যাত্রীরা আসছে তাঁদের নিয়ে যাচ্ছি।
এ সময় স্কুলে পড়ুয়া বেদভিটার কবিতা বিশ্বাসের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘রাস্তার ওপর হাঁটু পানি আর আমাদের ওঠানো কোমর পানি। বাঁশ দিয়ে সাঁকো তৈরি করা হয়েছে। সাঁকো দিয়ে সরাসরি ঘরে যেতে হচ্ছে।’
কবিতা আরও বলেন, ‘আমাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়। অনেক সময় বইখাতা পড়ে গিয়ে পানিতে ভিজে নষ্ট হয়ে যায়।’
এই ব্যাপারে মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায় বলেন, ‘ভবদহ অঞ্চলের সকল রাস্তা উঁচু করে নির্মাণ করতে হবে।
যশোরের অভয়নগরের ভবদহের অঞ্চলের অধিকাংশ রাস্তাঘাট পানিতে ডুব আছে শুষ্ক মৌসুমেও। দীর্ঘদিন ধরে রাস্তায় জলাবদ্ধতার কারণে চলাচলের জন্য চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। প্রতিনিয়ত এ সব সড়কে ঘটছে দুর্ঘটনা।
জানা গেছে, উপজেলার নওয়াপাড়া-মশিয়াহাটী সড়কের সরখোলা নামক স্থানে প্রায় এক কিলোমিটার রাস্তা জলাবদ্ধ অবস্থায় রয়েছে। ডুমুরতলা থেকে আন্ধা পর্যন্ত এক কিলোমিটার রাস্তা, কোটা থেকে বলারাবাদ-বেদভিটা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা এবং পাশের মনিরামপুরের হাটগাছা, সুজাতপুর, ডহর মশিয়াহাটি, মশিয়াহাটির মধ্যবর্তী রাস্তা ও সুন্দলী এলাকার ভবদহের অধিকাংশ রাস্তা পানিতে ডুবে আছে।
রাস্তায় পানি থাকার কারণে দীর্ঘ তিন মাস সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে পথচারীদের রাস্তায় দুর্ভোগের শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। অসুস্থ রোগীদের সঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে দুর্ভোগে পড়তে হচ্ছে এখানের বাসিন্দাদের। বিপাকে পড়তে হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের। পড়াশোনার পাশাপাশি পরীক্ষা দিতে তাদের পোহাতে হয়েছে নানা দুর্ভোগ।
সরেজমিনে বুধবার সকালে গিয়ে দেখা যায়, রাস্তার ওপর পানি থাকায় ভ্যান ঠেলে পার করতে দেখা যায়। কথা হয় ভ্যান চালক রমিজের সঙ্গে। আক্ষেপের সঙ্গে বলেন, ‘আমাদের এই দুর্ভোগ কোনো দিন শেষ হবে না? সারা দিন যা আয় করি তা দিয়ে সংসার চলে না। তার মধ্যে রাস্তায় পানি থাকার কারণে প্রায় সময়ই ভ্যানগাড়ি নষ্ট হয়ে যায়। আর একবার ভ্যান খারাপ হলে দুই-তিন দিনের রোজগার এই ভ্যানের মেরামতের পেছনে লেগে যায়।’
তা ছাড়া সরখোলা ক্লাবের সামনে ভ্যান, ইজিবাইক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের সঙ্গে কথা বললে তারা জানান, রাস্তায় হাঁটু পানি থাকার কারণে গাড়ি চালানো যায় না। গত রোববার মুমূর্ষু রোগীর জন্য গিয়েছিলাম। পরে আমার গাড়ির ব্যাটারির যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। তাই বাধ্য হয়ে নৌকায় করে যে যাত্রীরা আসছে তাঁদের নিয়ে যাচ্ছি।
এ সময় স্কুলে পড়ুয়া বেদভিটার কবিতা বিশ্বাসের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘রাস্তার ওপর হাঁটু পানি আর আমাদের ওঠানো কোমর পানি। বাঁশ দিয়ে সাঁকো তৈরি করা হয়েছে। সাঁকো দিয়ে সরাসরি ঘরে যেতে হচ্ছে।’
কবিতা আরও বলেন, ‘আমাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়। অনেক সময় বইখাতা পড়ে গিয়ে পানিতে ভিজে নষ্ট হয়ে যায়।’
এই ব্যাপারে মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায় বলেন, ‘ভবদহ অঞ্চলের সকল রাস্তা উঁচু করে নির্মাণ করতে হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫