Ajker Patrika

উপজেলা পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৯
উপজেলা পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এলজিইডির অর্থায়নে ভবনটি নির্মাণে খরচ হবে প্রায় ৯ কোটি টাকা।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক।

বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস হোসেন বিশ্বাস।

উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদীপ্ত রায়, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত হোসেন প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মজুমদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন মিয়া প্রমুখ।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘প্রতিটি উন্নয়নকাজে স্বচ্ছতা থাকতে হবে। সমগ্র মতলব আমার অন্তরে। মতলবের উন্নয়নে আমি বদ্ধপরিকর।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড সবক্ষেত্রে তুলে ধরতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত