Ajker Patrika

সেরা বাঁধন মোদক, রানারআপ শান্তা, সাথী ও সোহেল

সেরা বাঁধন মোদক, রানারআপ শান্তা, সাথী ও সোহেল

রিয়েলেটি শো ‘বাংলার গায়েন সিজন ২’-এর চ্যাম্পিয়ন হয়েছেন বাঁধন মোদক। যৌথভাবে প্রথম রানারআপ হয়েছেন শান্তা ইসলাম ও সাথী আক্তার। দ্বিতীয় রানারআপ হয়েছেন সোহেল ভেরো। গত মঙ্গলবার রাত ৮টায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘১০ বছর ধরে বাংলা লোকগানে আধুনিক ইনস্ট্রুমেন্টের ব্যবহারের ফলে তরুণ প্রজন্মের কাছে গানগুলো আরও জনপ্রিয় হয়ে উঠেছে।

 বাঁধন মোদকনতুন প্রজন্মের শিল্পীরা খুব ভালো করছেন। আজকে যাঁরা বিজয়ী হলেন একদিন নিশ্চয়ই তাঁরা তাঁদের শিল্পকর্ম দিয়ে, গান দিয়ে দেশের মুখ উজ্জ্বল করবেন। যাঁরা বিজয়ী হতে পারলেন না, তাঁরাও নিশ্চয়ই থেমে যাবেন না।’

শান্তা ইসলাম ও সাথী আক্তার‘বাংলার গায়েন সিজন ২’-তে অংশ নিতে অনলাইনে ২৭ হাজারের বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে বাছাই করে ৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে ১৫০ জনকে নিয়ে স্টুডিও অডিশন রাউন্ড শুরু হয়। এর ধারাবাহিকতায় ছয়জনকে নিয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।

চূড়ান্ত প্রতিযোগিতায় ছয় ফাইনালিস্টের সঙ্গে গানে কণ্ঠ মিলিয়েছেন দেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নোলক, কোনাল, রন্টি দাশ, রাশেদ, কিশোর ও আশিক।

সোহেল ভেরো

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউলশিল্পী শফি মণ্ডল, শিল্পী রফিকুল আলম, আবিদা সুলতানা প্রমুখ।

‘বাংলার গায়েন সিজন-২’-এর বিচারক ছিলেন সংগীত পরিচালক শওকত আলী ইমন, ইমন সাহা ও গীতিকবি কবির বকুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত