Ajker Patrika

‘শক্তি থেকে মুক্তি’র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘শক্তি থেকে মুক্তি’র প্রদর্শনী

বঙ্গবন্ধুর বাংলাদেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ এবং উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ—এই আলোকে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শক্তি থেকে মুক্তি’। গতকাল জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে হয়ে গেল সিনেমাটির বিশেষ প্রদর্শনী।

প্রদর্শনীর আগে পরিচালক সাইদুর রহমান সজল বলেন, ‘আজকের তরুণ প্রজন্ম ইতিহাসের অনেক কিছুই জানে না। এই সিনেমায় আপ্রাণ চেষ্টা করেছি আমার ভাষায় বাংলার ইতিহাসটা দেখানোর।’

সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, সংগীত ও পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন সাইদুর রহমান সজল। সহযোগিতায় ছিলেন পরিচালক শাহাদাৎ হোসেন লিটন। ১৫ দিন টানা শুটিং করে শেষ হয়েছে দৃশ্যধারণের কাজ। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা। তিনি বলেন, ‘এই দেশের সন্তান হিসেবে ভাষা আন্দোলন থেকে এখন পর্যন্ত যা কিছু ইতিহাস—তার সবই আমরা ধারণ করি। এটাই দেখানো হয়েছে এই সিনেমায়।’

শক্তি থেকে মুক্তি প্রযোজনা করেছে প্রিয়াঙ্কা এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক লিমিটেড। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, বায়ান্নর ভাষা আন্দোলন, ছয় দফা, উনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ—সবই তুলে ধরা হয়েছে এই সিনেমায়।

এ ছাড়াও রয়েছে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, পঁচাত্তরের নির্মম হত্যাযজ্ঞসহ পঁচাত্তর-পরবর্তী জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মৌলবাদের বিরুদ্ধে শেখ হাসিনার আন্দোলন-সংগ্রামসহ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রসঙ্গও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত