Ajker Patrika

চেয়ারম্যান পদে টিকে থাকলেন ৩৪ প্রার্থী

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ০০
চেয়ারম্যান পদে টিকে থাকলেন ৩৪ প্রার্থী

লালমাই উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৬ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন দুজন। এতে চেয়ারম্যান পদে নির্বাচনী লড়াইয়ে টিকে থাকলেন ৩৪ প্রার্থী। গতকাল রোববার ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন।

মনোনয়নপত্র বাতিল হওয়া দুজন হলেন ভূলইন উত্তর ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহিম এবং পেরুল দক্ষিণ ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী মো. কবির হোসেন। ঋণখেলাপির জন্য তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ইউপিগুলোর মধ্যে ভূলইন উত্তর ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমরান কবিরসহ সাতজন লড়ছেন। এই ইউপির সাধারণ সদস্য পদে ৩৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন রয়েছেন।

ভূলইন দক্ষিণ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান মুজিবসহ ১০ জন, সাধারণ সদস্য পদে ৩৯ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৭ জন রয়েছেন।

বেলঘর উত্তর ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল মালেকসহ ৩ জন লড়ছেন। এই ইউপিতে সাধারণ সদস্য পদে ৩৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বেলঘর দক্ষিণ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীতা প্রার্থী লেয়াকত হোসেন ভূঁইয়াসহ ৫ জন, সাধারণ সদস্য পদে ৩৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন লড়ছেন।

পেরুল দক্ষিণ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগ নেতা খন্দকার সাইফুল্লাহসহ ১১ জন লড়ছেন। এই ইউপিতে সাধারণ সদস্য পদে ৪৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৭ জন নির্বাচনে অংশ নিচ্ছেন।

লালমাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলতাফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৯ ডিসেম্বর, ৫ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

রাতে গ্রেপ্তারের পর দুপুরে মুক্ত, পরে আবার গ্রেপ্তার তামান্না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত