Ajker Patrika

‘হাঁসুলিবাঁকের নসুবালা’

‘হাঁসুলিবাঁকের নসুবালা’

বাংলা সাহিত্যের এক অনবদ্য সৃষ্টি ‘হাঁসুলিবাঁকের উপকথা’। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এ উপন্যাসটি যাঁরা পড়েছেন, তাঁরা জানেন উপন্যাসের চরিত্রগুলো ক্রীতদাসের জীবনযাপন করলেও জীবন ছিল আনন্দময়। তাদের জীবনে আনন্দ ছিল, গান ছিল, কবিতা ছিল, প্রেম ছিল। কষ্টের মাঝেও তারা জীবনের সৌন্দর্য উপভোগ করার পথ খুঁজে বের করত।

তপন সিংহের মনে হলো, তিনি ‘হাঁসুলিবাঁকের উপকথা’ উপন্যাসটি ধরে একটি সিনেমা তৈরি করবেন। উপন্যাসের যে ব্যাপ্তি, তাতে দুই ভাগে ভাগ করে ছবিটি করলে বেশ হতো। কিন্তু আমাদের এই অঞ্চলে দুই পর্বে ছবি করার রীতি নেই। তাই একটি সিনেমা তৈরি করবেন বলে ভাবলেন।

স্ক্রিপ্ট করে তারাশঙ্করকে শোনাতে গেলেন তপন সিংহ। তারাশঙ্কর বললেন, ‘দ্যাখো, আমি সিনেমার কিছু বুঝি না। নাটক হয়তো একটু-আধটু বুঝি। আমি শুনে কী করব। ও তুমি যা হয় করো।’
তপন সিংহ বললেন, ‘লোকেশন দেখতে লাভপুরে যাব।’ তারাশঙ্কর বললেন, ‘চলো, আমিও তোমাদের সঙ্গে যাই।’

মাইলের পর মাইল হাঁটছেন তাঁরা, আর ক্রমাগত গ্রামের ইতিহাস বলে যাচ্ছেন তারাশঙ্কর। একবার একটু থামার পর চায়ে চুমুক দিয়ে তারাশঙ্কর বললেন, ‘তপন, তোমার সঙ্গে একটা বাজি ধরতে চাই। শুধু লাভপুরেরই নয়, আশপাশের গ্রামে কতগুলো গাছ আছে, আমি বলে দিতে পারি।’

তপন বললেন, ‘না। বাজি ধরব না। আমি জানি আপনি তা পারবেন।’ এরপর অনেক গ্রাম ঘুরে তপন বললেন, ‘দাদা, এক কাজ করলে হয় না? বনোয়ারি, করালী, পাখি, নসুবালাদের বাড়িগুলো তো এখনো আছে। ওই বাড়িগুলোতেই শুটিং করব। নাই-বা জানল আর কেউ।’

শুনে খুব খুশি হলেন তারাশঙ্কর। কাজ শুরু হলো। তারাশঙ্কর প্রায়ই আসতেন লোকেশনে। একদিন সেখানে এক বৃদ্ধা এসে বললেন, ‘বাবুকে একটিবার দেখতে এলাম।’
তারাশঙ্কর তাঁকে দেখিয়ে অন্যদের বললেন, ‘হাঁসুলিবাঁকের নসুবালা।’

উপন্যাসের চরিত্ররা জীবন্ত হয়ে ঘুরে বেড়াতে লাগল লোকেশনে।

সূত্র: তপন সিংহ, মনে পড়ে, পৃষ্ঠা ৭০-৭৩

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত