Ajker Patrika

ঐন্দ্রিলার আক্ষেপ

আপডেট : ০২ জুন ২০২২, ০৯: ৫২
ঐন্দ্রিলার আক্ষেপ

বুলবুল আহমেদের মেয়ে বলে নয়, অভিনয়গুণেই মিষ্টি মেয়ে ঐন্দ্রিলা ছিলেন দর্শকদের বিশেষ পছন্দের। কিংবদন্তি বাবা চলে গেছেন, মা অভিনেত্রী ডেইজি আহমেদ আছেন। নাচ, গান, অভিনয় কমিয়ে ঐন্দ্রিলা এখন একটি বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা। তবে বিনোদন দুনিয়া থেকে পুরোপুরি হারিয়ে যাননি। চার বছর আগে ফিরেছিলেন রুবেল হাসানের পরিচালনায় ‘বিলাভড’ নাটকের মাধ্যমে। পরপর বেশ কয়েকটি নাটকে সে সময় অভিনয় করেন ঐন্দ্রিলা। এরপর হাতে ভালো গল্পের স্ক্রিপ্টও পাচ্ছিলেন না, আবার করোনাভাইরাস গৃহবন্দী করে দেয় সবাইকে। ফলে ফের বিরতিতে যান ঐন্দ্রিলা। এখন অভিনয়ে ফিরতে চান, কিন্তু ভালো স্ক্রিপ্ট পাচ্ছেন না। এ নিয়েই তাঁর আক্ষেপ। ঐন্দ্রিলা বলেন, ‘চাকরি করছি। পাশাপাশি সংসার, সন্তানদেরও সময় দিতে হয়। এসব সামলেই অভিনয়ে ফিরতে চাই। অনেকেই স্ক্রিপ্ট পাঠান, কিন্তু মনের মতো হয় না। মনের মতো স্ক্রিপ্ট আর চরিত্র পেলেই ফিরব। শুধু শুধু পর্দায় নিয়মিত থাকার জন্য অভিনয় করতে চাই না।’

দেড় বছর বয়স থেকে ঐন্দ্রিলা ক্যামেরার সামনে। অভিনয় করেছেন বহু নাটকে। ‘রূপনগর’, ‘মোহর আলী’, ‘জীবন কাহিনী’, ‘শেষ থেকে শুরু’, ‘অভিমানে অনুভবে’সহ বহু নাটক। গানও গেয়েছেন ঐন্দ্রিলা। বাবার নাটকের টাইটেল গান, নিজের একক গান, নাটক ও সিনেমার জন্য গান করলেও অ্যালবাম করা হয়নি তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত