Ajker Patrika

৬ ইউপিতে আ.লীগের ১১ বিদ্রোহী প্রার্থী

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৯
৬ ইউপিতে আ.লীগের ১১ বিদ্রোহী প্রার্থী

চট্টগ্রামের চন্দনাইশের ৭ ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে এক ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। বাকি ৬ ইউপিতে আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই ৬ ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা জন্য মাঠে রয়েছেন ১১ বিদ্রোহী প্রার্থী। মনোনয়নপত্র যাচাই-বাছায়ে তাঁদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে উপজেলা নির্বাচন কমিশন।

৬ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীরা হলেন কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আবু ছালেহ, বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা মফিজুর রহমান।

বরকলে আওয়ামী লীগের প্রার্থী ফেরদাউছ ইসলাম খাঁন, বিদ্রোহী প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান, তাঁর ছেলে যুবলীগ নেতা মো. আরাফাত রহমান, আওয়ামী লীগ নেতা আবদুর রহিম চৌধুরী।

বরমায় আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম, বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা জাবেদ মো. গউস মিল্টন, যুবলীগ নেতা মো. খোরশেদ আলম।

বৈলতলীতে আওয়ামী লীগের প্রার্থী এস এম সায়েম, বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল।

হাশিমপুরে আওয়ামী লীগের প্রার্থী মো. খোরশেদ বিন ইসহাক, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা চৌধুরী আমীর মো. সাইফুদ্দীন, তাঁর ভাই চৌধুরী আমীর, মো. ফোরকান।

ধোপাছড়িতে আওয়ামী লীগের প্রার্থী মো. আবদুল আলীম, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোরশেদুল আলম।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ‘আগামী ১৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর মধ্যে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলা হয়েছে। না করলে তাঁদের বিরুদ্ধে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত