Ajker Patrika

নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১২: ৪২
নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

সারা দেশের মতো পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন হয়েছে। গতকাল বৃহস্পতিবার মানববন্ধন, আলোচনা সভা, শোভাযাত্রা, পতাকা উত্তোলন এবং কবুতর ও বেলুন উড়িয়ে দিবসটি পালন করা হয়।

প্রতিনিধিদের পাঠানো খবরে

মঠবাড়িয়া: উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি প্রধান শিক্ষক রুহুল আমীন সভাপতিত্ব করেন।

নেছারাবাদ: দিবসটি উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরের সামনে সড়কে অনুষ্ঠিত ওই মানববন্ধন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেয়।

কাউখালী: গতকাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের মাধ্যমে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা।

ভান্ডারিয়া: উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের সম্মুখ সড়কে দুর্নীতিবিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পটুয়াখালী: জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে জাতীয় ও দুদক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে ডিসি অফিস সংলগ্ন মাঠে মানববন্ধন, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশিত হয়েছে।

পাথরঘাটা: পাথরঘাটা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

তালতলী: উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের নানা কর্মসূচি পালিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত