Ajker Patrika

মাদক বহনকারী গাড়ির ধাক্কা, নিহত ১

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১২: ৫২
মাদক বহনকারী গাড়ির ধাক্কা, নিহত ১

সাতক্ষীরার তালা উপজেলার মদনপুরে মাদক বহনকারী প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল গফুর মাহমুদ (৬৫) নিহত হয়েছেন। নিহত গফুর মাহমুদ তালা উপজেলার মদনপুর গ্রামের প্রয়াত নেহাল উদ্দিন মাহমুদের ছেলে। গত শুক্রবার সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার মদনপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গত শুক্রবার বিকেলে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রাইভেটকার থেকে ৬ বোতল ফেনসিডিল, নগদ ২ লাখ ৮৫ হাজার টাকা ও স্বর্ণ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা আদালতে কর্মরত পুলিশ সদস্য (কনস্টেবল নম্বর ৯৯৭) উত্তম দাস (২৬) ও চালক সাতক্ষীরা সদর থানার লুৎফর রহমান (২৫) কে আটক করে খর্ণিয়া (চুকনগর) হাইওয়ে থানা-পুলিশ। এ ঘটনায় গতকাল শনিবার তালা থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গফুর মাহমুদ মদনপুর বাজার এলাকা থেকে সকাল ১০টার দিকে মোটরসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে আসা বেপরোয়া গতির খুলনাগামী (ঢাকা মেট্রো ১২-৬৪৫৫) ফেনসিডিলসহ চোরাকারবারির স্বর্ণ বহনকারী একটি প্রাইভেটকার মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে মোটরসাইকেল আরোহী মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হন। এ সময় বিক্ষুব্ধ জনতা চড়াও হয়ে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে প্রাইভেটকার তল্লাশি করে ৬ বোতল ফেনসিডিল, ২ লাখ ৮৫ হাজার টাকা ও স্বর্ণ উদ্ধার করে পুলিশ। এ সময় আহত ব্যক্তির চিকিৎসার জন্য এক লাখ টাকা দেওয়া হয় বলে জানিয়েছেন পুলিশ ও এলাকাবাসী। কিন্তু আহত গফুর বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চুকনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত