Ajker Patrika

প্রতীক পেয়েই মাঠে তাঁরা

রাসেল আহমেদ, তেরখাদা
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৮: ১১
প্রতীক পেয়েই মাঠে তাঁরা

তেরখাদা উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। এ নির্বাচন ঘিরে গত শুক্রবার চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়েই প্রচারে নেমেছেন প্রার্থীরা।

ইতিমধ্যে ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে গোটা উপজেলা। প্রার্থী ও তাঁদের কর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। রাস্তাঘাটে কারও সঙ্গে দেখা হলেই হাত বাড়িয়ে সালাম বিনিময় করছেন, নিজের প্রতীকের কথা বলে ভোট ও দোয়া চাইছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাজিবুল হাসান জানান, উপজেলার ছয়টি ইউনিয়নে মোট প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ২৬ জন। শুক্রবার সকালেই তাঁদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১ নম্বর আজগড়া ইউপিতে চেয়ারম্যান পদে প্রতীকপ্রাপ্তরা হলেন কৃষ্ণ মেনন রায় (নৌকা), মোল্লা এমদাদুল হক (চশমা), মো. বাদশা মল্লিক (ঘোড়া), মো. আক্তারুজ্জামান জুন (মোটরসাইকেল) ও মো. আবুল হাসান (আনারস)।

২ নম্বর বারাসাত ইউপিতে আছেন কে এম আলমগীর হোসেন (নৌকা), এ জি এম বাছিতুল হাবিব প্রিন্স (মোটরসাইকেল), মোল্লা ইখতিয়ার উদ্দিন (ঘোড়া), আল আমিন হোসেন অপু (চশমা), আব্দুল্লাহ আল মেহেদি (আনারস) ও মো. ওমর ফারুক (হাতপাখা)। ৩ নম্বর ছাগলাদহ ইউপিতে আব্দুর শুকুর শেখ (নৌকা), এস এম দীন ইসলাম (আনারস), মো. কামারুজ্জামান অলিচ (ঘোড়া) ও মো. মঞ্জুরুল আলম (মোটরসাইকেল)।

৪ নম্বর সাচিয়াদহ ইউপিতে রয়েছেন মো. বুলবুল আহমেদ (নৌকা), উকিল উদ্দিন লস্কর (আনারস), এ বি আলমগীর শিকদার (চশমা), তাপস বিশ্বাস (ঢোল) ও সোহাগ শেখ (মোটরসাইকেল)। ৫ নম্বর তেরখাদা সদর ইউপিতে এফ এম অহিদুজ্জামান (নৌকা), শেখ জাহাঙ্গীর আলম (আনারস) ও শরিফুল ইসলাম লিংকন মিনা (মোটরসাইকেল)। ৬ নম্বর মধুপুর ইউপিতে পেয়েছেন শেখ মহসিন (নৌকা), কাজী কামাল হোসেন (আনারস) ও জিয়াউর রহমান (হাতপাখা)।

এ ছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৭ ও সাধারণ সদস্য পদে ২২৯ জন প্রার্থী তাঁদের প্রতীক নিয়েছেন। প্রতীক নিয়েই ভোটারদের কাছে ছুটে যান প্রার্থীরা। চারদিক থেকে আসছে মাইকের শব্দ।

Captureতেরখাদাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ। তেরখাদা সদর ইউপিতে দেখা গেছে, বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট চাচ্ছেন আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এফ এম অহিদুজ্জামান। প্রচারকালে তিনি বলেন, ‘নির্বাচনী পরিবেশ খুবই ভালো, দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি দলকে বিজয় উপহার দিতে পারব ইনশা আল্লাহ।’

এরপর পানতিতা এলাকায় দেখা যায়, ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম লিংকন তাঁর মোটরসাইকেল প্রতীকে ভোট চাচ্ছেন। লিংকন বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে জনগণ আমাকে ব্যালটের মাধ্যমে বিজয়ী করবেন।’ এদিকে বারাসাত ইউপির ইখড়িতে বাড়ি বাড়ি গিয়ে নানা বয়সী ভোটারদের কাছে গিয়ে নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন আ.লীগ মনোনীত প্রার্থী কে এম আলমগীর হোসেন।

আলমগীর হোসেন বলেন, ‘ভোটারেরা আমাকে যেভাবে আশ্বস্ত করছেন, তাতে আমি বিপুল ভোটে বিজয়ী হব বলে শতভাগ আশাবাদী।’

এরপর বারাসাত গ্রামে দেখা হয় ওই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মেহেদির সঙ্গে। তাঁর প্রতীক আনারস। তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। আশা করছেন জনগণ তাঁকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

শুধু চেয়ারম্যান প্রার্থী নয়। সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরাও প্রচার চালিয়ে যাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত