Ajker Patrika

পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর আমাদের বিল

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ২১
পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর আমাদের বিল

গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণে অবস্থিত প্রহ্লাদপুর ইউনিয়নের দমদমা গ্রাম। এ জনপদে রয়েছে চার হাজার মানুষের বাস। জনপদের ফসলি জমিতে কেবল বোরো ধানের চাষ হয়। এই জনপদের মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির শব্দে।

শীত, বর্ষাসহ সব ঋতুতেই এই জনপদে অনেক পাখি বসবাস করে। শীতকালে আমাদের বিল নামে দুটি বিলে প্রচুর পরিযায়ী (অতিথি) পাখির আগমন ঘটে। পরিযায়ী পাখি ছাড়াও সারা বছর এ গ্রাম কোকিলের কুহুতান, শালিকের ঝাঁক, ময়না ও দোয়েলের কিচিরমিচির শব্দে মুখর থাকে।

সরেজমিন দেখা যায়, স্থানীয় সাংসদের বাড়ির দুপাশে রয়েছে ৩০০ বিঘা জমির ওপর দুটি বিল। বিল দুটি আমাদের বিল নামে পরিচিত। এ গ্রামে বেশির ভাগ জমিতে বোরো ধানের চাষ হয়। এক যুগ ধরে দুটি বিলের জমিতে ধান রোপণ হচ্ছে না। শীত আসা শুরু হলে এ দুটি বিলে আসতে শুরু করে হাজারো পরিযায়ী পাখি। সকালের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এসব পাখি দল বেঁধে নামতে শুরু করে বিলে। পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠে দমদমা গ্রামের আশপাশের পরিবেশ।

পাখির কিচিরমিচির শব্দ আর কাছ থেকে পরিযায়ী পাখির কলকাকলি শুনতে এখানে আসে অনেক মানুষ। সকাল ১০টার পর থেকে পাখির সংখ্যা বাড়তে থাকে। বিলের চারপাশে রয়েছে ফসলি জমি। ইতিমধ্যে জমির ফসলের সবুজে ভরে উঠেছে বিলের চারপাশ। সবুজের মাঝে আমাদের বিলে পরিযায়ী পাখিগুলো দেখতে সুন্দর লাগে বলে জানিয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা সাখাওয়াত হোসেন জানান, পরিযায়ী পাখিগুলো হাজার হাজার মাইল পাড়ি দিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলে আসে আমাদের বিলে। এদের সঠিকভাবে বেঁচে থাকার জন্য গ্রামের মানুষকে সব সময় পরামর্শ দেওয়া হয়। কোনো শিকারি পাখিগুলোকে যেন শিকার করতে না পারে, সে জন্য বিলের আশপাশের মানুষকে সচেতন করা হয়েছে।

সাখাওয়াত হোসেন আরও বলেন, প্রতিদিন হাজারো মানুষ পরিযায়ী পাখি দেখতে ও তাদের কলকাকলি শুনতে এখানে আসেন। পাখিরা গ্রামে এসে ঝাঁক বেঁধে থাকে বলে গ্রামের সৌন্দর্যবর্ধন হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত