Ajker Patrika

ঋণ আদায়ের পরিকল্পনা করতে ব্যাংককে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ২৫
ঋণ আদায়ের পরিকল্পনা করতে ব্যাংককে নির্দেশ

করোনার পরে বিভিন্ন ব্যাংকের ঋণ আদায় মারাত্মক চাপ ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। বিদ্যমান চাপ কমাতে এবং ঋণ আদায়ে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করে তা বাংলাদেশ ব্যাংকে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে পরিকল্পনা প্রস্তুতের জন্য পরবর্তী বোর্ড সভায় তা উপস্থাপন করে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করতে বলা হয়েছে। এ বিষয়ে গতকাল এক প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংকের সব নির্বাহীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকগুলো ঋণ পুনরুদ্ধারে খসড়া করবে এবং তা বাংলাদেশ ব্যাংকের নির্দেশিত ছক আকারে অফসাইট সুপারভিশন বিভাগে চলতি বছরের ৩০ জুনের মধ্যে জমা দিতে হবে। আর পরিকল্পনা হালনাগাদ করে প্রতি বছর ৩১ জানুয়ারির মধ্যে তথ্য দিতে হবে। ব্যাংকের পুনরুদ্ধার সূচকে ঋণের পরিমাণগত ও গুণগত অবস্থা, কৌশল ও নির্দেশনা সংযুক্ত করতে হবে।

প্রতিটি ব্যাংকের পুনরুদ্ধার পরিকল্পনা প্রস্তুত করার ক্ষেত্রে বিভিন্ন ঋণের মোট পরিমাণ, ঝুঁকি প্রোফাইল, কার্যক্রম এবং ঋণের নীতিগত ও আইনগত দিকগুলোর উপযুক্ত ও যুক্তিসঙ্গত উপায় বর্ণনা আকারে থাকতে হবে। এ ছাড়া কর্মপরিকল্পনা বাস্তবায়নে কৌশলসংশ্লিষ্ট কর্মকর্তার সংখ্যা, পদবি, ঠিকানাসহ বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত