Ajker Patrika

কারা হচ্ছেন সভাপতি-সম্পাদক

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২২, ১২: ৩০
কারা হচ্ছেন সভাপতি-সম্পাদক

সাত বছর পর নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে আজ বৃহস্পতিবার। সম্মেলন ঘিরে দলটির নেতা-কর্মীদের মধ্যে চলছে জল্পনা-কল্পনা। কারা হবেন জেলা আওয়ামী লীগের কাণ্ডারি, দল কি পুরোনোতেই ভরসা রাখবে, নাকি নতুন মুখে আসবে—এই নিয়ে চলছে আলোচনা।

এই সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে নবীন-প্রবীণ মিলিয়ে বেশ কয়েকজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে বেশি উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। নেতৃত্বের সমর্থনে ব্যানার-ফেস্টুন, বিলবোর্ডে ছেয়ে গেছে শহরের বিভিন্ন স্থান।

দলীয় সূত্র জানা গেছে, আজ সকাল ১০টায় নওজোয়ান মাঠে সম্মেলন শুরু হবে। সম্মেলন উদ্বোধন করবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

এ ছাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাবেক সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক।

সম্মেলন সভাপতি পদে বর্তমান সভাপতি সাবেক সাংসদ আব্দুল মালেক এবং সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নাম শোনা যাচ্ছে। এ ছাড়া আলোচনায় রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাংসদ শহিদুজ্জামান সরকার, সহসভাপতি নির্মল কৃষ্ণ সাহা, কোষাধ্যক্ষ এম এ খালেক প্রমুখ।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, ক্রীড়াবিষয়ক সম্পাদক ও নওগাঁ সদর আসনের সাংসদ নিজাম উদ্দিন জলিল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শফিকুল রহমান মামুন, নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদারসহ বেশ কয়েকজন নাম শোনা যাচ্ছে।

বর্তমান জেলা কমিটির নেতারা বলছেন, আওয়ামী লীগে নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও কোনো গ্রুপিং নেই। ঐক্যবদ্ধভাবে শক্তিশালী কার্যকরী কমিটি উপহার দিতে চান।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল বলেন, সম্মেলনের প্রস্তুতি শেষ হয়েছে। সম্মেলন সফল করতে কাজ করছেন তিনি। জেলা কমিটি গঠন প্রসঙ্গে তিনি বলেন, কমিটি হবে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেন, মাদকাসক্ত ও হাইব্রিড নেতাদের কমিটিতে জায়গা হবে না। বিশ্বাস আছে দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করে নতুন-পুরোনোদের নিয়ে একটি শক্তিশালী কমিটি করে দেবেন কেন্দ্রীয় নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত