Ajker Patrika

বন্দরে ভিড়েছে চট্টগ্রাম-ইতালি রুটের জাহাজ

চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৩২
বন্দরে ভিড়েছে চট্টগ্রাম-ইতালি রুটের জাহাজ

চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম-ইতালি রুটে চলাচলকারী প্রথম কনটেইনার জাহাজ ‘সুঙ্গা চিতা’ গতকাল শনিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি-৪ জেটিতে ভিড়েছে। জাহাজটি ইতালি থেকে আসার পথে ৯৪৫ টিইউস খালি একক কনটেইনার নিয়ে এসেছে। এ ছাড়া সাতটি কনটেইনারে আমদানি পণ্য ভর্তি ক্যাপিটাল মেশিনারির কনটেইনার রয়েছে। ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে ফিরতি পথে ৯৮৩টি একক রপ্তানি পণ্যভর্তি কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ইতালির রেভেনা বন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান জাহাজ পরিচালনাকারী কোম্পানির শিপিং এজেন্ট (স্থানীয় প্রতিনিধি) রিলায়েন্স শিপিংয়ের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ। তিনি আজকের পত্রিকাকে জানান, ইতালিয়ান ক্রেতা মূলত এই সার্ভিস চালুর উদ্যোগ নেন। প্রথম পর্যায়ে চট্টগ্রাম-ইতালি রুটে দুটি ফিডার কনটেইনার জাহাজ সুঙ্গা চিতা এবং কেপ ফ্লেরেস পরিচালিত হবে। কেপ ফ্লেরেস জাহাজটি আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম বন্দরে ভিড়বে। বিশ্বজুড়ে কনটেইনার ভাড়া ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ট্রান্সশিপমেন্ট বন্দরগুলোতে বড় ধরনের জট এড়াতে বিকল্প হিসেবে তিনি এই রুটে জাহাজ চলাচলের উদ্যোগ নেন। এতে সময় ও অর্থ দুটোই বাঁচবে। ব্যবসায়ীরা সহজেই আমদানি পণ্য ইউরোপের বাজারে পৌঁছাতে পারবেন।

এই জাহাজের রপ্তানি পণ্যের মধ্যে ৯৮ শতাংশ তৈরি পোশাক এবং বাকি ২ শতাংশ হ্যান্ডিক্রাফট ও চামড়া, পাটজাতীয় পণ্য।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘চট্টগ্রাম-ইতালি রুটে জাহাজ চলাচলের আবেদন পাওয়ার পর আমরা দ্রুততার সঙ্গে অনুমোদন দিই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত