Ajker Patrika

আ.লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন

ভোলা প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৬: ৪০
আ.লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন

বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাজমুল আহসান জোবায়েদ মিয়ার নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই কার্যালয়টি কুতুবা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় হিসেবেও ব্যবহৃত হতো।

গত বৃহস্পতিবার মধ্যরাতে কে বা কারা এই কার্যালয়টি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন চেয়ারম্যান প্রার্থী নাজমুল আহসান জোবায়েদ মিয়া।

তিনি আজকের পত্রিকাকে জানান, বৃহস্পতিবার রাত প্রায় আড়াইটার দিকে দুর্বৃত্তরা তার নির্বাচনী অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

পরে স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। এতে অফিসে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন আওয়ামী লীগের এই চেয়ারম্যান প্রার্থী। এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বিপিএম আজকের পত্রিকাকে বলেন, ‘নৌকার চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন লাগানোর ঘটনা আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

ওসি শাহিন ফকির আরও বলেন,‘শুক্রবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত