Ajker Patrika

দিনভর ঘোরেনি গাড়ির চাকা যাত্রীদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১০: ৪৪
দিনভর ঘোরেনি গাড়ির চাকা যাত্রীদের ভোগান্তি

সকাল থেকেই বহদ্দারহাট বাস টার্মিনালের ভেতরে শত শত মানুষ। সেখানে কাপ্তাইগামী অর্ধশতাধিক বাস। কখন বাস ছাড়বে, সেই অপেক্ষায় যাত্রীদের কেউ কেউ ভিড় করেছেন কাউন্টারে। কেউবা বসে ছিলেন সড়কের এক পাশে। কিন্তু সিএনজিচালিত ‘অবৈধ’ অটোরিকশার স্ট্যান্ড বন্ধের দাবিতে গতকাল রোববার কোনো বাসের চাকা ঘোরেনি। ফলে দিনভরই যাত্রীদের অসহনীয় ভোগান্তি পোহাতে হয়েছে।

বাসমালিক ও চালকেরা জানান, কালুরঘাটের কাপ্তাই রাস্তার মাথা থেকে কাপ্তাইগামী সড়কে সিএনজিচালিত শতাধিক অটোরিকশা চলাচল করে। সেই অটোরিকশার মালিক-চালকেরা চান না এ সড়কে বাস চলাচল করুক। কারণ, এতে তাঁদের চাহিদা কমে যাচ্ছে। তাই তাঁরা প্রায়ই বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ নিয়ে বাস ও অটোরিকশার চালক-মালিকেরা অনেকবার দ্বন্দ্বে জড়িয়েছেন।

গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে কাপ্তাইগামী দিনের শেষ বাস কাপ্তাই রাস্তার মাথা এলাকায় দাঁড়িয়ে যাত্রী নিচ্ছিল। এ সময় কয়েকজন অটোরিকশাচালক বাসচালককে দ্রুত চলে যেতে বলেন। বাসচালক প্রতিবাদ করলে তাঁর ওপর চড়াও হন অটোরিকশার চালকেরা। কয়েকজন বাসযাত্রী সমাধান করার চেষ্টা করলে তাঁদেরও অপমান করেন অটোরিকশার চালকেরা।

এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল থেকেই বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে কাপ্তাইগামী বাস চলাচল বন্ধ রাখে মালিক সমিতি। গতকাল বেলা ১১টার দিকে বাস টার্মিনাল এলাকায় দেখা যায়, শত শত যাত্রী বাসের অপেক্ষায় বসে আছেন। অনেক যাত্রী ভিড় করেন কাউন্টারে। কিন্তু শেষ পর্যন্ত বাস না চলায় তাঁদের ভোগান্তি পোহাতে হয়।

রাঙ্গুনিয়ার দামাইরহাটগামী মোহাম্মদ শহীদ উল্লাহ বৃদ্ধ ও অসুস্থ বাবাকে চিকিৎসক দেখিয়ে বাস টার্মিনালে এসে দেখেন বাস বন্ধ। তিনি বলেন, ‘বাস না চলায় ফিরতে পারছি না।’

আরেক যাত্রী হালিমা বেগম বলেন, ‘বাসে মোটামুটি ভাড়ায় অনেকটা নিরাপদে যাতায়াত করতে পারি। কিন্তু অটোরিকশায় দ্বিগুণ ভাড়া নেবে, আবার নিরাপদও নয়। এখন বাধ্য হয়ে অটোরিকশায় যেতে হবে।’

চট্টগ্রাম-কাপ্তাই বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ শওকত আলী বলেন, ‘অটোরিকশাচালকদের আচরণ এমন দাঁড়িয়েছে, তাঁরা শহরের কোনো গাড়িই যেন কাপ্তাই সড়কে ঢুকতে দেবে না। অথচ এসব অটোরিকশার কোনো নিবন্ধনও নেই। তারা এলাকার কিছু ধান্দাবাজ তরুণের সহায়তায় এই অপকর্ম করছে। আমরা বাধ্য হয়ে এই স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে গাড়ি চলাচল বন্ধ রেখেছি।’

এসব অভিযোগের বিষয়ে অটোরিকশাচালক কিংবা মালিক সমিতির কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান চৌধুরী বলেন, ‘শনিবার রাতে যাত্রী ওঠানো নিয়ে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় বাসমালিকেরা গাড়ি চলাচল বন্ধ রেখেছেন। এ ঘটনায় তাঁরা মামলা করতে চাইলে আমরা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত