আমানুর রহমান রনি, ঢাকা
দেশে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। এমন প্রতিবেদন দিয়েছে একটি গোয়েন্দা সংস্থা। এর মধ্যে নিজেদের কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় ঢাকার কূটনৈতিক এলাকা, বিভিন্ন গির্জা, মিশনারি ও বিদেশি স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে দেশের ৬৪ জেলায় অবস্থানরত বিদেশিদের তালিকা করে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করারও উদ্যোগ নিয়েছে পুলিশ। এ বিষয়ে জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশকে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
ডিএমপির একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে আশঙ্কা প্রকাশের পর রাজধানীর কূটনৈতিকপাড়ার নিরাপত্তা বাড়ানো হয়েছে। কূটনীতিকদের বাসাবাড়িতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি কূটনীতিকদের চলাচলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কিছু গোয়েন্দা তথ্য দিয়েছে, তা নিয়ে পুলিশের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকেও নিরাপত্তার বিষয়টি আলোচনা হয়েছে। কূটনীতিকেরা যাতে নিরাপদ বোধ করেন, সে অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
রাজধানীর কূটনৈতিকপাড়ার নিরাপত্তা জোরদার করতে থানা-পুলিশের পাশাপাশি ডিএমপির ডিপ্লোমেটিক বিভাগের পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। তাদের সঙ্গে সমন্বয় করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট কাজ করছে।
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেন, ‘বাংলাদেশে যত দূতাবাস ও রাষ্ট্রদূত আছেন, তাঁদের নিরাপত্তায় আমাদের আলাদা একটি বিভাগ আছে। রাষ্ট্রদূতদের বাসা ও অফিসে ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন থাকে। তাঁদের চলাচলের সময় সামনে-পেছনে ফোর্স থাকে। আমাদের ইউনিফর্ম পুলিশের বাইরেও রাষ্ট্রদূতদের নিরাপত্তায় সাদাপোশাকে গোয়েন্দা পুলিশ থাকে। রাষ্ট্রদূতদের নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, ঘাটতিও নেই।’
জেলায় জেলায় বিদেশি নাগরিকদের তালিকা ২০১৬ ও ২০১৭ সালের মতো জঙ্গিরা বিদেশি নাগরিকদের টার্গেট করেছে বলে গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে। এ ক্ষেত্রে পশ্চিমা নাগরিকদের ওপর হামলার আশঙ্কা বেশি। আল-কায়েদার অনুসারী ও দেশীয় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ ফের বিদেশি নাগরিক ও মিশনারি টার্গেট করে হামলা করতে পারে বলে একটি গোয়েন্দা সংস্থা তাদের প্রতিবেদনে দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা সিলেটের পাহাড়ি এলাকা এবং কিশোরগঞ্জের আশপাশে একটি খ্রিষ্টান মিশনারি স্থাপনায় হামলা করার সম্ভাব্য হুমকি রয়েছে।
গোয়েন্দা প্রতিবেদনের পর পুলিশ সদর দপ্তর বিদেশিদের তালিকা করে পুলিশ সুপারদের (এসপি) নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে। ১৯ ডিসেম্বর এ বিষয়ে পুলিশ সদর দপ্তর সকল জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশকে সতর্ক করেছে।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, যেসব বিদেশি মিশনারি বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে, তাদের নিরাপত্তার জন্য জেলা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। মিশনারির আশপাশে সাদাপোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিদেশি মিশনারিতে অবস্থানরত বিদেশি নাগরিকদের চলাচলের পথে নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী।
সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা চা বাগান, বিদেশি নাগরিক ও পাহাড়কেন্দ্রিক নিরাপত্তা জোরদার করেছি। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সঙ্গে সমন্বয় করে আমরা নিরাপত্তা নিশ্চিত করেছি। পুলিশ সদর দপ্তর যেসব নির্দেশনা দিয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
গোয়েন্দা প্রতিবেদনের পর প্রতিটি জেলার বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, গির্জা, মন্দিরের নিরাপত্তা বৃদ্ধির জন্য নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। হামলা হতে পারে এমন সকল জায়গা ও স্থাপনায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মনজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী পুলিশ কাজ করছে।’
দেশে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। এমন প্রতিবেদন দিয়েছে একটি গোয়েন্দা সংস্থা। এর মধ্যে নিজেদের কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় ঢাকার কূটনৈতিক এলাকা, বিভিন্ন গির্জা, মিশনারি ও বিদেশি স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে দেশের ৬৪ জেলায় অবস্থানরত বিদেশিদের তালিকা করে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করারও উদ্যোগ নিয়েছে পুলিশ। এ বিষয়ে জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশকে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
ডিএমপির একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে আশঙ্কা প্রকাশের পর রাজধানীর কূটনৈতিকপাড়ার নিরাপত্তা বাড়ানো হয়েছে। কূটনীতিকদের বাসাবাড়িতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি কূটনীতিকদের চলাচলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কিছু গোয়েন্দা তথ্য দিয়েছে, তা নিয়ে পুলিশের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকেও নিরাপত্তার বিষয়টি আলোচনা হয়েছে। কূটনীতিকেরা যাতে নিরাপদ বোধ করেন, সে অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
রাজধানীর কূটনৈতিকপাড়ার নিরাপত্তা জোরদার করতে থানা-পুলিশের পাশাপাশি ডিএমপির ডিপ্লোমেটিক বিভাগের পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। তাদের সঙ্গে সমন্বয় করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট কাজ করছে।
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেন, ‘বাংলাদেশে যত দূতাবাস ও রাষ্ট্রদূত আছেন, তাঁদের নিরাপত্তায় আমাদের আলাদা একটি বিভাগ আছে। রাষ্ট্রদূতদের বাসা ও অফিসে ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন থাকে। তাঁদের চলাচলের সময় সামনে-পেছনে ফোর্স থাকে। আমাদের ইউনিফর্ম পুলিশের বাইরেও রাষ্ট্রদূতদের নিরাপত্তায় সাদাপোশাকে গোয়েন্দা পুলিশ থাকে। রাষ্ট্রদূতদের নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, ঘাটতিও নেই।’
জেলায় জেলায় বিদেশি নাগরিকদের তালিকা ২০১৬ ও ২০১৭ সালের মতো জঙ্গিরা বিদেশি নাগরিকদের টার্গেট করেছে বলে গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে। এ ক্ষেত্রে পশ্চিমা নাগরিকদের ওপর হামলার আশঙ্কা বেশি। আল-কায়েদার অনুসারী ও দেশীয় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ ফের বিদেশি নাগরিক ও মিশনারি টার্গেট করে হামলা করতে পারে বলে একটি গোয়েন্দা সংস্থা তাদের প্রতিবেদনে দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা সিলেটের পাহাড়ি এলাকা এবং কিশোরগঞ্জের আশপাশে একটি খ্রিষ্টান মিশনারি স্থাপনায় হামলা করার সম্ভাব্য হুমকি রয়েছে।
গোয়েন্দা প্রতিবেদনের পর পুলিশ সদর দপ্তর বিদেশিদের তালিকা করে পুলিশ সুপারদের (এসপি) নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে। ১৯ ডিসেম্বর এ বিষয়ে পুলিশ সদর দপ্তর সকল জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশকে সতর্ক করেছে।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, যেসব বিদেশি মিশনারি বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে, তাদের নিরাপত্তার জন্য জেলা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। মিশনারির আশপাশে সাদাপোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিদেশি মিশনারিতে অবস্থানরত বিদেশি নাগরিকদের চলাচলের পথে নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী।
সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা চা বাগান, বিদেশি নাগরিক ও পাহাড়কেন্দ্রিক নিরাপত্তা জোরদার করেছি। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সঙ্গে সমন্বয় করে আমরা নিরাপত্তা নিশ্চিত করেছি। পুলিশ সদর দপ্তর যেসব নির্দেশনা দিয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
গোয়েন্দা প্রতিবেদনের পর প্রতিটি জেলার বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, গির্জা, মন্দিরের নিরাপত্তা বৃদ্ধির জন্য নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। হামলা হতে পারে এমন সকল জায়গা ও স্থাপনায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মনজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী পুলিশ কাজ করছে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫