Ajker Patrika

‘স্বাস্থ্য ব্যবস্থায় কমিউনিটি ক্লিনিক যুগান্তকারী মডেল’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০৯: ৫৩
‘স্বাস্থ্য ব্যবস্থায় কমিউনিটি ক্লিনিক যুগান্তকারী মডেল’

চট্টগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বি বলেছেন, কমিউনিটি ক্লিনিক সরকার ও জনগণের সম্মিলিত অংশীদারত্বমূলক একটি কার্যক্রম। প্রান্তিক ও অন্যান্য তৃণমূল জনগোষ্ঠীর কাঙ্ক্ষিত মৌলিক স্বাস্থ্যসেবার সুবিধাসমূহ নিশ্চিত করতে বর্তমানে ১৪ হাজার ১৮৫টি কমিউনিটি ক্লিনিক ব্যাপক ভূমিকা রাখছে। এসব ক্লিনিক থেকে প্রতিদিন গড়ে ৪ লাখ মানুষ সেবা নিচ্ছে। ফলে সরাসরি উপকৃত হচ্ছে দেশের গ্রামাঞ্চলের জনগণের বিশাল একটি অংশ। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় কমিউনিটি ক্লিনিক এক যুগান্তকারী মডেল।

গতকাল মঙ্গলবার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শেখ ফজলে রাব্বি এসব কথা বলেন। গতকাল সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে শোভাযাত্রা বের করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় উপপরিচালক (স্বাস্থ্য) ডা. মো. সাখাওয়াত উল্ল্যাহ। স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ফৌজদারহাটের বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. এস এম নুরুল করিম ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার।

বক্তব্য দেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. সুমন বড়ুয়া ও বন্দর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জাবেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত