Ajker Patrika

মৃত্যুকূপে দ্বিতীয় হওয়ার লড়াই

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৪: ২৮
মৃত্যুকূপে দ্বিতীয় হওয়ার লড়াই

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের ড্র হওয়ার পর থেকেই চোখ ছিল ‘বি’ গ্রুপে। লিভারপুল, আতলেতিকো মাদ্রিদ, এসি মিলান ও পোর্তো নিয়ে গড়া এই গ্রুপকেই বলা হচ্ছিল এবারের মৃত্যুকূপ। টানা ৫ ম্যাচ জিতে লিভারপুল শীর্ষে থেকে টপকে গেলেও মৃত্যুকূপ জমিয়ে তুলেছে বাকি তিন দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিন দলেরই সুযোগ আছে নকআউটে যাওয়ার।

ঘরের মাঠে পোর্তো আজ রাতে আতিথ্য দেবে আতলেতিকো মাদ্রিদকে। এই ম্যাচে পোর্তো জিতলে আর কোনো সমীকরণ ছাড়াই নকআউটে যাবে তারা। তবে লড়াই জমবে যদি পোর্তো হেরে যায় কিংবা ড্র করে। ড্র করলে পোর্তোর পয়েন্ট হবে ৬। অন্য ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলকে এসি মিলান হারাতে পারলে ৭ পয়েন্ট নিয়ে তারাই চলে যাবে পরের পর্বে।

আর পোর্তো যদি হেরে যায়, তবে আতলেতিকোর সুযোগ থাকবে পরের পর্বে যাওয়ার। তবে প্রার্থনা করতে হবে এসি মিলান যেন লিভারপুলকে না হারায়। আর মিলান ও আতলেতিকো দুই দলই জয় পেলে উভয়ের পয়েন্ট হবে ৭। তখন গোল ব্যবধানে যারা এগিয়ে থাকবে তারাই চলে যাবে।

একই রাতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলান। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল। দুই নম্বরে থাকা ইন্টারের পয়েন্ট ১০। রিয়ালকে হারালে শীর্ষে উঠে যাবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। তবে হেরে গেলে বা ড্র করলে শীর্ষে থেকেই পরের পর্বে যাবে ‘লস ব্লাঙ্কোস’রা।

নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেন্ট জার্মেইও (পিএসজি)। লাইপজিগের মাঠে আতিথ্য নেবে সিটি। প্যারিসে মেসিরা খেলবে ক্লাব ব্রুগার বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত