Ajker Patrika

শ্রীপুরে রাস্তার সীমানাপ্রাচীর অপসারণের দাবি

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২: ৪০
শ্রীপুরে রাস্তার সীমানাপ্রাচীর অপসারণের দাবি

গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের পশ্চিম সোনাব গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এলাকার কয়েক শ মানুষ অংশ নেন।

জানা যায়, দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন আবুল কালাম নামের স্থানীয় এক ব্যক্তি। এতে বীর মুক্তিযোদ্ধার বাড়িসহ অন্তত ১০টি পরিবার চরম বিপাকে পড়েছে। জনস্বার্থে চলাচলের জন্য রাস্তা খুলে দেওয়ার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন বলেন, ‘দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে সীমানাপ্রাচীর নির্মাণ করেছে। বর্তমানে আমাদের চলাচলের রাস্তা বন্ধ। এখানে বসবাসরত কোনো মানুষ অসুস্থ হলেও হাসপাতালে নেওয়ার কোনো ব্যবস্থা নেই। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাস্তার জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাইনি।’

আব্দুল সাহিদ বলেন, ‘রাস্তার জন্য আমাদের এই মহল্লার উৎপাদিত শাকসবজি বাজারে নিয়ে বিক্রি করতে খুবই সমস্যা। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার জন্য গাড়ি আনতে পারি না। খুবই অসহায় অবস্থায় রয়েছি আমরা।’

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. আশরাফুল ইসলাম ঢালী বলেন, ‘জনগণের চলাচলের সুবিধার কথা চিন্তা করে ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে এ রাস্তাটি করা হয়। কিন্তু কিছুদিন ধরে স্থানীয় পুলিশ সদস্য আবুল কালাম আজাদ জনগণের চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়েছে। এতে পার্শ্ববর্তী স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার শত শত লোকজনের চলাচলে অসুবিধা হচ্ছে।’

অভিযুক্ত পুলিশ সদস্য আবুল কালাম বলেন, ‘এটি আমার ক্রয়কৃত জমি। এই রাস্তা ছাড়াও আমার বাড়ির দক্ষিণ পাশ দিয়ে চলাচলের জন্য আরেকটি রাস্তা রয়েছে।’

কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুল হক আজিজ বলেন, ‘স্থানীয় সাংসদের নির্দেশনায় মুক্তিযোদ্ধাসহ বেশ কয়েকটি পরিবারের লোকজনের চলাচলের সুবিধার জন্য রাস্তাটি করে দেওয়া হয়েছে। কিন্তু সম্প্রতি রাস্তাটির প্রবেশমুখে সীমানাপ্রাচীর নির্মাণ করে বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত আবুল কালাম আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।’

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, ‘সরেজমিনে রাস্তাটি দেখে জনস্বার্থে রাস্তাটি খুলে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত