Ajker Patrika

কমেডি নিয়ে কিয়ারার অভিযোগ

বিনোদন ডেস্ক
আপডেট : ১৪ মে ২০২২, ১২: ১৭
কমেডি নিয়ে কিয়ারার অভিযোগ

আপনি কী হতে চেয়েছিলেন? যতবার প্রশ্নটি শোনেন। কিয়ারা আদভানি গর্ব করে বলেন, ‘আমি অভিনেত্রীই হতে চেয়েছিলাম। ছোটবেলা থেকে অভিনেত্রী হয়ে ওঠারই চেষ্টা করেছি।’ কিয়ারা লম্বা পথ হেঁটেছেন। আজ বলিউডের প্রথম সারির নায়িকা। ঝুলিতে রয়েছে ‘শেরশাহ’, ‘কবির সিং’-এর মতো ব্যবসাসফল সিনেমা। তবে কিয়ারা অভাববোধ করছেন অভিনেত্রীদের হাস্যরসাত্মক বা কমেডি চরিত্র। তাই কমেডি চরিত্রে পুরুষদের প্রাধান্য পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

কিয়ারার দাবি, হাতেগোনা ‘কুইন’ কিংবা ‘তনু ওয়েডস মনু’র মতো উদাহরণ বাদ দিলে হিন্দি সিনেমায় উল্লেখযোগ্য কমেডি চরিত্র তৈরি হয় অভিনেতাদের জন্য। এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, ‘সিনেমায় বড়সড় কৌতুকের মুহূর্ত তৈরি করছেন নায়িকা, এমনটা বিরল। কমেডি সিনেমায় আমি কাজ করেছি। চরিত্রগুলোও যথেষ্ট ভালো। কিন্তু নায়কের কমেডি অভিনয়ের তুলনায় তা কিছুই নয়। দুর্ভাগ্যজনকভাবে চিত্রনাট্যগুলোও সেভাবেই লেখা হয়।’

কিয়ারা আদভানি‘শেরশাহ’-এর নায়িকা মনে করেন, সময় এসেছে এ নিয়ে মুখ খোলার। তিনি বলেন, ‘মেয়েদের ভালো কমেডি চরিত্র না পাওয়াটা হতাশার। পরিচালকদের কাছে সে কথাটি মুখ ফুটে বলতে হবে। আমি সেটাই করব, এর পর থেকে।’

কমেডি বিষয়টা যে সহজ নয়, মানেন কিয়ারা। তাঁর মতে, কারও কারও কৌতুকের ক্ষমতা ঈশ্বরপ্রদত্ত। তবে এমন চরিত্রে অভিনয় করতে হলে সবচেয়ে জরুরি নিখুঁত টাইমিং, সে কথাও মনে করেন তিনি। ‘গুড নিউজ’-এ অক্ষয় কুমার ও দিলজিৎ দোশাঞ্জের কাছ থেকে এবং ‘ভুল ভুলাইয়া ২’-তে কার্তিক আরিয়ান, রাজপাল যাদবদের কাছ থেকে কমেডি অভিনয়ের খুঁটিনাটি শিখতে পেরেছেন বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত