Ajker Patrika

‘একেন বাবু’র স্রষ্টার বিদায়

‘একেন বাবু’র স্রষ্টার বিদায়

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের অন্যতম জনপ্রিয় চরিত্র একেন বাবু। বুদ্ধিতে যেন ফেলুদা আর স্বভাবে ঠিক জটায়ু। আত্মভোলা, বোকা সেজে থাকা দক্ষ গোয়েন্দা একেন শুরু থেকেই দর্শকের নজর কেড়েছে। একেন বাবু চরিত্রে অভিনয় করে অনির্বাণ চক্রবর্তীও যথেষ্ট খ্যাতি পেয়েছেন।

যিনি চরিত্রটি সৃষ্টি করেছেন, তাঁর নাম সুজন দাশগুপ্ত। তাঁর বই থেকেই তৈরি হয়েছে একেনকে নিয়ে সিনেমা ও সিরিজ। গতকাল সকালে পাওয়া গেল তাঁর অস্বাভাবিক মৃত্যুর খবর। বুধবার সকালে কলকাতার ফ্ল্যাট থেকে লেখকের মৃতদেহ উদ্ধার হয়।

দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন সুজন দাশগুপ্ত। সম্প্রতি কলকাতায় এসেছিলেন ‘একেন বাবু’র নতুন বই প্রকাশ করতে। জানা গেছে, কলকাতার সার্ভে পার্ক উদিতা আবাসনে ফ্ল্যাট রয়েছে সুজন দাশগুপ্তর। সেখানেই ছিলেন ৮০ বছর বয়সী এই লেখক। এক দিন আগেই তাঁর স্ত্রী শান্তিনিকেতনে গিয়েছিলেন। ফলে ওই দিন ফ্ল্যাটে একাই ছিলেন সুজন দাশগুপ্ত।

বুধবার সকালে কাজের লোক এসে ফ্ল্যাটের দরজায় বারবার নক করেও কোনো সাড়া পাননি। বিপদ টের পেয়ে নিরাপত্তারক্ষীকে খবর দেন। সুজন দাশগুপ্তর আত্মীয় ও নিরাপত্তারক্ষীরা এসে দরজা ভেঙে ফেলেন। ভেতরে ঢুকে তাঁরা লেখকের মৃতদেহ দেখতে পান। বাথরুমের বাইরে মেঝেতে লেখকের দেহ পড়ে ছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, বাথরুমে যাওয়ার সময়ই তাঁর মৃত্যু হয়। আজ লেখকের ময়নাতদন্ত হওয়ার কথা।

একেন বাবু সমগ্র ছাড়াও ‘নিভৃতে’, ‘কৌতুকী’, ‘খিলখাবানার গাম্বিলো’, ‘সুজনকথা’র মতো অনেক জনপ্রিয় বই লিখেছেন সুজন দাশগুপ্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত