নওগাঁ প্রতিনিধি
নওগাঁ শহরের একটি দোকানে বেশি লাভের আশায় বোতলজাত সয়াবিন তেল খুলে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে ওই দোকানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঘটনার সত্যতা পাওয়ায় ওই দোকানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আরও ৬টি দোকানে নানা অপরাধে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিদপ্তর।
গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নওগাঁ শহরের কাঁচাবাজার ও ডাবপট্টি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেন।
জানা গেছে, বিভিন্ন ব্র্যান্ডের মোড়কজাত সয়াবিন তেল বাজারে এখন ১৬৫-১৬৮ টাকা লিটার বিক্রি হচ্ছে। কিন্তু সয়াবিন তেল বর্তমানে খোলাবাজারে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা লিটার। সে জন্য ১৫-২০ টাকা অতিরিক্ত লাভের আশায় ডাবপট্টি এলাকার অম্বিকা চরণ পাল নামের ওই ব্যবসায়ী বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেল খুলে খোলাবাজারে বিক্রি করছিলেন। এভাবে বোতলজাত তেলের কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে বিক্রি করায় ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, এই অভিযানে অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে শহরের রাজা ভ্যারাইটিজকে ৫ হাজার, নিতাই স্টোরকে ৩ হাজার, জননী ভ্যারাইটিজকে ৩ হাজার, রিফাত স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে বিশ্ব ভ্যারাইটিজকে ১ হাজার ও মা ভ্যারাইটিজকে ২ হাজার এবং অম্বিকা চরণ পাল নামের এক ব্যবসায়ীকে বোতলজাত তেল খুলে বিক্রির অপরাধে ৩০ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেন বলেন, কয়েক দিন ধরে জেলার বাজারে অতিরিক্ত দামে তেলসহ নিত্যপণ্য বিক্রি নিয়ে নানা অভিযোগ পাচ্ছিলেন তাঁরা। বিক্রেতারা অভিনব সব কায়দায় দাম বাড়িয়ে এসব নিত্যপণ্য বিক্রির চেষ্টা করে যাচ্ছেন। বাজার তদারকির অংশ হিসেবে আজ ওইসব দোকানে জরিমানা আদায় করা হয়।
মো. শামীম হোসেন বলেন, অভিযানে অম্বিকা চরণ পাল নামের এক ব্যবসায়ী বোতলজাত সয়াবিন তেল খুলে বেশি দামে ইচ্ছেমতো বিক্রি করছিলেন। প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছিলেন তিনি। এ কারণে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া কয়েকটি দোকানে নানা অপরাধে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ভোক্তা ও ব্যবসায়ীদেরকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নওগাঁ শহরের একটি দোকানে বেশি লাভের আশায় বোতলজাত সয়াবিন তেল খুলে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে ওই দোকানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঘটনার সত্যতা পাওয়ায় ওই দোকানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আরও ৬টি দোকানে নানা অপরাধে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিদপ্তর।
গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নওগাঁ শহরের কাঁচাবাজার ও ডাবপট্টি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেন।
জানা গেছে, বিভিন্ন ব্র্যান্ডের মোড়কজাত সয়াবিন তেল বাজারে এখন ১৬৫-১৬৮ টাকা লিটার বিক্রি হচ্ছে। কিন্তু সয়াবিন তেল বর্তমানে খোলাবাজারে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা লিটার। সে জন্য ১৫-২০ টাকা অতিরিক্ত লাভের আশায় ডাবপট্টি এলাকার অম্বিকা চরণ পাল নামের ওই ব্যবসায়ী বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেল খুলে খোলাবাজারে বিক্রি করছিলেন। এভাবে বোতলজাত তেলের কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে বিক্রি করায় ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, এই অভিযানে অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে শহরের রাজা ভ্যারাইটিজকে ৫ হাজার, নিতাই স্টোরকে ৩ হাজার, জননী ভ্যারাইটিজকে ৩ হাজার, রিফাত স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে বিশ্ব ভ্যারাইটিজকে ১ হাজার ও মা ভ্যারাইটিজকে ২ হাজার এবং অম্বিকা চরণ পাল নামের এক ব্যবসায়ীকে বোতলজাত তেল খুলে বিক্রির অপরাধে ৩০ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেন বলেন, কয়েক দিন ধরে জেলার বাজারে অতিরিক্ত দামে তেলসহ নিত্যপণ্য বিক্রি নিয়ে নানা অভিযোগ পাচ্ছিলেন তাঁরা। বিক্রেতারা অভিনব সব কায়দায় দাম বাড়িয়ে এসব নিত্যপণ্য বিক্রির চেষ্টা করে যাচ্ছেন। বাজার তদারকির অংশ হিসেবে আজ ওইসব দোকানে জরিমানা আদায় করা হয়।
মো. শামীম হোসেন বলেন, অভিযানে অম্বিকা চরণ পাল নামের এক ব্যবসায়ী বোতলজাত সয়াবিন তেল খুলে বেশি দামে ইচ্ছেমতো বিক্রি করছিলেন। প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছিলেন তিনি। এ কারণে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া কয়েকটি দোকানে নানা অপরাধে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ভোক্তা ও ব্যবসায়ীদেরকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪