আলী আছগর
ঢাকায় প্রথম শহীদ মিনার তৈরি হয়েছিল বায়ান্নর ২৩ ফেব্রুয়ারি রাতে। যাঁরা মেডিকেল ব্যারাকে ছিলেন, তাঁরা মিলেই সিদ্ধান্ত নিয়েছিলেন ভাষাশহীদদের স্মরণে একটি শহীদ মিনার তৈরি করা দরকার। মূল নকশাটা ছিল বদরুল আলমের করা। সাঈদ হায়দারও একটু হাত লাগিয়েছিলেন। ইট-বালু ছিল কাছেই। কিন্তু সিমেন্ট পাওয়া যাবে কোথায়? সিমেন্ট ছিল গুদামে, আর সেই গুদামের চাবি ছিল পিয়ারু সরদারের কাছে। পিয়ারু সরদারের কাছে যেতে হবে, চাইতে হবে গুদামের চাবি। তারপর গুদাম থেকে সিমেন্ট বের করতে হবে।
কিন্তু পরিচিত না হলে বেঁকে বসতে পারেন পিয়ারু সরদার। কে চেনে পিয়ারু সরদারকে? দেখা গেল মেডিকেল ছাত্র আলী আছগর পিয়ারু সরদারকে চেনেন, তাঁর বাড়িও চেনেন। ব্যবসায়িক কাজে কলেজ ক্যাম্পাসে যখন আসতেন পিয়ারু সরদার, তখন আলী আছগর তাঁর কাছ থেকে অনেক কথা শুনতেন আগ্রহ নিয়ে। এ কথা জেনে মেডিকেল ছাত্র সংসদের ভিপি গোলাম মওলা এবং জিএস শরফুদ্দিন আহমদ খুব খুশি হলেন। ঠিক হলো, আলী আছগর পিয়ারু সরদারের বাড়ি গিয়ে চাবি নিয়ে আসবেন।
২৩ ফেব্রুয়ারি পিয়ারু সরদারের কাছ থেকে চাবি আনার দায়িত্বটা নিয়েছিলেন আলী আছগর। তাঁর সঙ্গে ছিলেন আহমদ রফিকসহ আরও কয়েকজন ছাত্র। মেডিকেল কলেজের কাছেই হোসেনি দালান এলাকায় ছিল পিয়ারু সরদারের বাড়ি। রেলগেট পার হয়ে মেডিকেলের ছাত্ররা ছুটল সেই বাড়ির উদ্দেশে।
পিয়ারু সরদার বাড়িতেই ছিলেন। আলী আছগর যখন পিয়ারু সরদারকে ছাত্রহত্যা ও শহীদ মিনার নির্মাণের বিষয়ে জানালেন, তখন কোনো প্রশ্ন করলেন না তিনি। একদম বিনা শর্তে চাবিটা তুলে দিলেন আলী আছগরের হাতে। বললেন, ‘যত বস্তা সিমেন্ট লাগে, খরচ করো। তোমাদের যা যা লাগে, তা নিয়ে শহীদ মিনার করো।’
সেই সিমেন্ট দিয়েই তৈরি হয় স্মৃতির মিনার।
ঢাকায় প্রথম শহীদ মিনার তৈরি হয়েছিল বায়ান্নর ২৩ ফেব্রুয়ারি রাতে। যাঁরা মেডিকেল ব্যারাকে ছিলেন, তাঁরা মিলেই সিদ্ধান্ত নিয়েছিলেন ভাষাশহীদদের স্মরণে একটি শহীদ মিনার তৈরি করা দরকার। মূল নকশাটা ছিল বদরুল আলমের করা। সাঈদ হায়দারও একটু হাত লাগিয়েছিলেন। ইট-বালু ছিল কাছেই। কিন্তু সিমেন্ট পাওয়া যাবে কোথায়? সিমেন্ট ছিল গুদামে, আর সেই গুদামের চাবি ছিল পিয়ারু সরদারের কাছে। পিয়ারু সরদারের কাছে যেতে হবে, চাইতে হবে গুদামের চাবি। তারপর গুদাম থেকে সিমেন্ট বের করতে হবে।
কিন্তু পরিচিত না হলে বেঁকে বসতে পারেন পিয়ারু সরদার। কে চেনে পিয়ারু সরদারকে? দেখা গেল মেডিকেল ছাত্র আলী আছগর পিয়ারু সরদারকে চেনেন, তাঁর বাড়িও চেনেন। ব্যবসায়িক কাজে কলেজ ক্যাম্পাসে যখন আসতেন পিয়ারু সরদার, তখন আলী আছগর তাঁর কাছ থেকে অনেক কথা শুনতেন আগ্রহ নিয়ে। এ কথা জেনে মেডিকেল ছাত্র সংসদের ভিপি গোলাম মওলা এবং জিএস শরফুদ্দিন আহমদ খুব খুশি হলেন। ঠিক হলো, আলী আছগর পিয়ারু সরদারের বাড়ি গিয়ে চাবি নিয়ে আসবেন।
২৩ ফেব্রুয়ারি পিয়ারু সরদারের কাছ থেকে চাবি আনার দায়িত্বটা নিয়েছিলেন আলী আছগর। তাঁর সঙ্গে ছিলেন আহমদ রফিকসহ আরও কয়েকজন ছাত্র। মেডিকেল কলেজের কাছেই হোসেনি দালান এলাকায় ছিল পিয়ারু সরদারের বাড়ি। রেলগেট পার হয়ে মেডিকেলের ছাত্ররা ছুটল সেই বাড়ির উদ্দেশে।
পিয়ারু সরদার বাড়িতেই ছিলেন। আলী আছগর যখন পিয়ারু সরদারকে ছাত্রহত্যা ও শহীদ মিনার নির্মাণের বিষয়ে জানালেন, তখন কোনো প্রশ্ন করলেন না তিনি। একদম বিনা শর্তে চাবিটা তুলে দিলেন আলী আছগরের হাতে। বললেন, ‘যত বস্তা সিমেন্ট লাগে, খরচ করো। তোমাদের যা যা লাগে, তা নিয়ে শহীদ মিনার করো।’
সেই সিমেন্ট দিয়েই তৈরি হয় স্মৃতির মিনার।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫