Ajker Patrika

জমির বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২: ০৮
জমির বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

জমিসংক্রান্ত বিরোধের জেরে ঝালকাঠিতে মিরাজ শেখ (৩৫) নামে এক দিনমজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে ঝালকাঠি সদরের কেওরা ইউনিয়নের নৈকাঠি বাজার এলাকায় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। গতকাল বুধবার ভোরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিরাজের মৃত্যু হয়। নিহত মিরাজ নৈকাঠি গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবারের অভিযোগ, কেওরার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নজরুল ইসলাম দলবল নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

মিরাজের মা মাকসুদা বেগম বলেন, ‘ইউপি সদস্য নজরুল ইসলামের সঙ্গে আমাদের জমিজমা নিয়ে বিরোধ ছিল। তাই তাঁরা আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছেন।’

নিহতের বোন রোজিনা আক্তার বলেন, ‘মঙ্গলবার রাতে আমার ভাইয়ের ওপর হামলা হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু এলাকায় তাঁকে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।

কেওরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান বলেন, এই হত্যাকাণ্ডে মেম্বারের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁকে ছাড় দেওয়া হবে না।

ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে ১৩ জনের নাম উল্লেখ এবং ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করতে নিহতের স্বজনেরা থানায় এসেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত