Ajker Patrika

বৈষম্যবিরোধী আন্দোলনের আলোচিত দুই র‍্যাপার

বৈষম্যবিরোধী আন্দোলনের আলোচিত দুই র‍্যাপার

র‍্যাপ সংগীতকে বলা হয় প্রতিবাদের ভাষা। সারা বিশ্বের সব অনিয়মের বিরুদ্ধে সরব ভূমিকা পালন করেন র‍্যাপাররা। অনিয়মের বিরুদ্ধে সজাগ বাংলাদেশের র‍্যাপাররাও। অসাম্প্রদায়িকতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতির বিরুদ্ধে গান দিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে তাঁদের।

তবে সবকিছুকে ছাপিয়ে গেছে কোটা সংস্কার আন্দোলনে র‍্যাপারদের ভূমিকা। কোটা সংস্কার নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার পর থেকে জেগে ওঠেন নতুন প্রজন্মের র‍্যাপাররা। প্রায় ৩০টির মতো র‍্যাপ গান প্রকাশিত হয় ছাত্রদের এই আন্দোলন নিয়ে। আলোচনার কেন্দ্রে ছিল হান্নান হোসাইন শিমুলের ‘আওয়াজ উডা’ ও মুহাম্মদ সেজানের ‘কথা ক’।

যেভাবে শুরু 
হান্নান ও সেজান দুজনের বাড়িই নারায়ণগঞ্জে। র‍্যাপে দুজনের পথচলাও সমসাময়িক। র‍্যাপ সংগীতে তাঁদের আনুষ্ঠানিক যাত্রা শুরু ২০১৮ সালে। হান্নানের প্রথম গান ‘ডিসকাউন্ট’, সেজানের প্রথম গান ‘সাইড ল’। এর পর থেকে নিয়মিত র‍্যাপের সঙ্গেই আছেন হান্নান ও সেজান। 

যেভাবে সৃষ্টি হলো আওয়াজ উডা ও কথা ক
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা দাগ কাটে হান্নান ও সেজানের মনে। এরপরই সিদ্ধান্ত নেন গানের মাধ্যমে প্রতিবাদের। হান্নানের ভাষায়, ‘আন্দোলনে আমার ভাইবোনদের রাস্তায় মারা হচ্ছিল। আবু সাঈদের মতো অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। সেই সময় আর চুপ থাকার অবস্থায় ছিলাম না। ভাবছিলাম আমার অবস্থান থেকে কিছু একটা করার। সেই চেষ্টা থেকেই আওয়াজ উডা। লেখা শুরু করার পর অটোমেটিক গানের কথাগুলো চলে আসছিল। মাত্র আড়াই ঘণ্টায় লিখেছিলাম গানটি।’ 

অন্যদিকে সেজান জানান, জেদ থেকেই তিনি লিখেছেন কথা ক। সেজান বলেন, ‘যেকোনো মানুষের দাবি থাকতেই পারে। সেটা নিয়ে যদি অত্যাচার করা হয়, তাহলে আমাদের স্বাধীনতা কোথায়। সেই জেদ থেকেই গানটি লেখা।’

র‍্যাপে নিজেদের ভবিষ্যৎ
গান প্রকাশের পর থেকে সবার কাছ থেকে দারুণ সাপোর্ট পাচ্ছেন হান্নান ও সেজান। সবার এই ভালোবাসা নিজেদের ভবিষ্যতের পথচলায় অনেক অনুপ্রেরণা দেবে বলে মনে করেন শিল্পীদ্বয়। সেজান বলেন, ‘র‍্যাপ সংগীত তরুণ প্রজন্মের মানুষ বেশি শোনে। কিন্তু আওয়াজ উডা, কথা কসহ বেশ কিছু গান সিনিয়র সিটিজেনরাও গ্রহণ করেছেন। এটাই আমাদের লক্ষ্য ছিল, গানগুলো একটি জেনারেশনের মধ্যে সীমাবদ্ধ না থাকুক, সবার মাঝে ছড়িয়ে যাক।’ ভবিষ্যতে যেকোনো অন্যায়ের প্রতিবাদে সামনের সারিতে থাকতে চান তাঁরা। হান্নান বলেন, ‘শিক্ষার্থীদের এই আন্দোলন থেকে আমাদের সবার অনেক কিছু শেখার আছে। আশা করি, ভবিষ্যতে যেকোনো প্রতিবাদে আমরা সামনের দিকে থাকব।’ 

গান গেয়ে সাজা ভোগ 
বিপ্লবী এই গান করে সাজার মুখে পড়তে হয়েছে হান্নানকে। ২৫ জুলাই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। হান্নানের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদ করেন শিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষ। ১৩ দিন কারাগারে থাকার পর ৬ আগস্ট মুক্ত হন হান্নান। শিল্পী বলেন, ‘যখন আমাকে গ্রেপ্তার করা হলো, বুঝতে পারছিলাম না কী হবে আমার সঙ্গে। কারাগারে পাঠানোর পর বুঝতে পারলাম সামনে কঠিন সময় অপেক্ষা করছে। ১৩ দিন কারাগারে থেকে বের হওয়ার পর জানতে পারলাম আমার মুক্তির জন্য মানুষ রাস্তায় নেমে এসেছে, দেয়ালে গ্রাফিতি করেছে। আমার চোখ ভরে আসছিল, সবার প্রতি অনেক কৃতজ্ঞ।’

অন্যদিকে, কারাগারে যেতে না হলেও বিভিন্ন মহল থেকে চাপের মুখে পড়েছিলেন সেজান। তিনি বলেন, ‘আমরা বুঝতে পেরেছিলাম গান প্রকাশের পর চাপ আসতে পারে। কিন্তু দেশের ওই পরিস্থিতিতে আমরা চুপ করে থাকতে পারি না।’ 

যেমন বাংলাদেশ দেখতে চান
নতুন এই বাংলাদেশ নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে হান্নান বলেন, ‘এখন যে মুক্ত বাংলাদেশ, এটা যেন এমনই থাকে। লেখকদের ওপর কোনো চাপ না আসুক, গায়কদের ওপর কোনো বাধা না আসুক। দেশের খারাপ পরিস্থিতির সময় সব মানুষ যেভাবে এক হয়েছে, সব সময় এমন করে এক থাকতে হবে। কখনোই যেন আর কেউ আমাদের দেশকে খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যেতে না পারে।’ 

সেজান বলেন, ‘সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করার কারণেই দেশ আজ মুক্ত, স্বাধীনভাবে কথা বলতে পারছি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের মানুষ যেন এক হয়ে থাকতে পারি। গানের মাধ্যমে সবার সমান অধিকারের জন্য আমরা লড়াই করে যাব। আমরা যেন আমাদের কথাটা মন খুলে বলতে পারি, এটাই প্রত্যাশা থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত