Ajker Patrika

মোটরসাইকেল চুরি বেড়েছে কালিয়ায়

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৫: ৩১
মোটরসাইকেল চুরি বেড়েছে কালিয়ায়

নড়াইলের কালিয়া পৌরশহরে মোটরসাইকেল ও ইজিবাইক চুরি উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। দিনের বেলায় বাড়ি ও হাসপাতালের আশপাশ থেকে চুরি হয়ে যাচ্ছে মোটরসাইকেল ও ইজিবাইক। সংঘবদ্ধ চোরদের হাত থেকে চাকরিজীবীসহ সাধারণ মানুষ কেউ বাদ পড়ছেন না।

সিসিটিভিপরিবেষ্টিত পৌরশহরে একের পর এক চুরির ঘটনায় মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। সিসিটিভির ফুটেজে চোরকে পালানোর দৃশ্য স্পষ্ট হলেও এখন পর্যন্ত চুরি যাওয়া কোনো মোটরসাইকেল পুলিশ উদ্ধার করতে পারেনি বলে জানা গেছে।

এ্যরিষ্টোফার্মা নামের একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি সোহেল আহম্মেদ জানিয়েছেন, গত বুধবার দুপুর ১২টার দিকে তিনি পৌরশহরের ছোট কালিয়ার ভাড়া বাসার সামনে তাঁর প্লাটিনাম-১০০ সিসি নামের মোটরসাইকেলটি রেখে ভেতরে ওষুধের স্যাম্পল রাখতে গেলে তাঁর মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। ঘটনার পরপরই তিনি কালিয়া থানা-পুলিশকে জানানোসহ লিখিত অভিযোগ করেছেন। কিন্তু গত ৩ দিনেও তাঁর অভিযোগটি নথি ভুক্ত হয়নি। এ ছাড়া গত বছর ১৬ ডিসেম্বর শহরের কালিয়া হাসপাতালর সামনে থেকে স্থানীয় ঠিকাদার মনির হোসেনের অ্যাপাচি ফোরভি নামের অপর একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটিতে থানায় অভিযোগ করলেও গত ৩ মাসেও খোঁজ মেলেনি।

অপরদিকে কালিয়া হাসপাতালের সামনে থেকে সম্প্রতি দিনদুপুরে মোটরসাইকেলসহ একাধিক ইজিবাইক চুরির ঘটনাসহ রাতের অন্ধকারেও বাসা-বাড়িতে চোরেরা হানা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে চোরদের দমনে নেই কোনো কার্যকর পদক্ষেপ বলে অভিযোগ রয়েছে।

মো. সোহেল বলেছেন, ‘সিসি টিভির ফুটেজসহ তিনি ওই দিন বিকেলেই কালিয়া থানায় অভিযোগ করেছেন। গত শুক্রবার রাতে তিনি মামলার খোঁজ নিতে থানায় গেলে অভিযোগের তদন্ত কারি কর্মকর্তা উপপরিদর্শক মো. মিজানুর রহমান মোটরসাইকেলটি উদ্ধার এবং চোরকে আটকের আশ্বাস দিয়েছেন।

সাবেক পৌর চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা বিএম একরামুল হক টুকু ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দিনদুপুরে বাসাবাড়ি ও সরকারি অফিসের সামনে থেকে চুরির ঘটনায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই পারে চোর চক্রকে রুখতে। সে জন্য সম্মিলিত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

উপপরিদর্শক মো. মিজানুর রহমান বলেছেন, তিনি অভিযোগসহ সিসি টিভির ফুটেজ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মোটরসাইকেলটি উদ্ধারের তৎপরতা শুরু করেছেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রতনুজ্জামান বলেছেন, মোটরসাইকেল চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত মামলা করতে অনীহা প্রকাশ করায় মামলা হয়নি। সিসি টিভির ফুটেজের মাধ্যমে চোরকে শনাক্ত করার চেষ্টা ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আতঙ্কের বিষয়টি জানাতে চাইলে তিনি সবাইকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন। পুলিশ দ্রুত একটি অভিযানে নামবে বলে জানিয়েছেন তিনি।

কালিয়া পৌরসভার মেয়র মো. ওয়াহিদুজ্জামান হীরা বলেছেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন মোটরসাইকেল ও ইজিবাইক যোগে মানুষ নানা কাজে উপজেলা সদরে আসেন। একাধিক মোটরসাইকেল ও ইজিবাইক চুরির ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসন কঠোর না হলে সংঘবদ্ধ চোরচক্রকে প্রতিরোধ করা সম্ভব না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত