Ajker Patrika

প্রথম গাইলেন বাউল সম্রাটের গান

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৪: ১৭
প্রথম গাইলেন বাউল সম্রাটের গান

কাঞ্চনপুর, ত্রিপুরা—সেখানেই কাটল নিশিতা বড়ুয়ার পয়লা বৈশাখ। নববর্ষে গান গাইতে ভারত থেকে ডাক পেয়েছিলেন তিনি। গাড়ি থেকে ত্রিপুরায় নামার পরই ঢাক বাজিয়ে, নেচে-গেয়ে অভ্যর্থনা জানানো হয় নিশিতাকে। সবার এমন ভালোবাসায় বিস্মিত যেমন হয়েছেন, ভালোও লেগেছে খুব। ওই মুহূর্তের ছোট ভিডিও ক্লিপটি ফেসবুকেও শেয়ার করেছেন নিশিতা। ত্রিপুরায় বৈশাখী উৎসবে স্টেজ শোতে পারফর্ম করে ভালো লাগার পরিমাণ বেড়েছে আরও।

এমন ভালো লাগা ছড়িয়ে আছে নিশিতার সাম্প্রতিক কাজগুলোতেও। অনেক বছর ধরে গান গাইছেন তিনি। তবে এই প্রথম গাইলেন বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান। ‘সখী কুঞ্জ সাজাও গো’ গানটিতে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন নিশিতা। শিগগিরই গানটি প্রচারে আসবে বলে জানিয়েছেন সংগীতশিল্পী। এ ছাড়া সম্প্রতি তিনি গেয়েছেন আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষের ‘যদি সুন্দর একখান মুখ পাইতাম’। সম্প্রতি বিটিভিতে গানটির শুটিং হয়েছে। প্রচার হবে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায়।

নিশিতা বলেন, ‘দুটি গানই ভালোভাবে গাইবার সর্বাত্মক চেষ্টা করেছি। শিল্পী হিসেবে গানে নিজের চর্চা, অধ্যবসায় নিয়মিত রেখেছি। কারণ আমি জানি, এখানে সাধনার বিকল্প নেই। আজীবন শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রেখেই বিনয়ের সঙ্গে গানের সাধনা করে যেতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত