Ajker Patrika

স্বপ্ন পূরণের আনন্দ ইবাদতের গ্রামে

এ. জে লাভলু, বড়লেখা
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১২: ০০
স্বপ্ন পূরণের আনন্দ ইবাদতের গ্রামে

কদিন আগেও সমালোচনার কেন্দ্রে ছিলেন ইবাদত হোসেন চৌধুরী। যে স্বপ্ন নিয়ে জাতীয় দলে এসেছিলেন, সে স্বপ্ন পূরণও মনে হচ্ছিল দূরের বাতিঘর। নিউজিল্যান্ড সফরে ব্যর্থ হলে জাতীয় দলে টিকে থাকা হয়ে যেতে পারত আরও কঠিন। কিন্তু সেই ইবাদত ঘুরে দাঁড়ালেন দারুণভাবে। হয়ে উঠলেন মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার অন্যতম নায়ক।

ইবাদতের ইচ্ছা ছিল একদিন জাতীয় দলের হয়ে খেলে দেশের মুখ উজ্জ্বল করবেন। সেই স্বপ্নই যেন পূরণ করলেন তিনি। এখন ভাসছেন সবার প্রশংসায়। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির কাঁঠালতলী গ্রামেও বইছে আনন্দের বন্যা। ইবাদতের এমন পারফরম্যান্সে পরিবারের পাশাপাশি গ্রামের মানুষও ভীষণ খুশি।

গতকাল বুধবার বিকেলে ইবাদতের বাড়িতে গিয়ে দেখা গেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ইবাদত যে ইতিহাস রচনা করেছেন, তাতে উচ্ছ্বসিত তাঁর পরিবার। আলাপকালে ইবাদত হোসেন চৌধুরীর বাবা নিজাম উদ্দিন চৌধুরী ও মা সামিয়া বেগম চৌধুরী বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি ছোটবেলা থেকেই খেলার প্রতি তার আলাদা টান ছিল। সারা দিন ক্রিকেট খেলত। তার স্বপ্ন ছিল সে কোনো একদিন জাতীয় দলের হয়ে খেলে দেশের মুখ উজ্জ্বল করবে। আমার ছেলের স্বপ্ন পূরণ হয়েছে।’

ইবাদতের চাচাতো ভাই দেলওয়ার হোসেন চৌধুরী ইমন বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে সারা বাংলাদেশের মতো আমরাও গর্বিত, আনন্দিত। আমার ছোট ভাই ইবাদত ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি অনুরাগী।’

পারিবারিক সূত্রে জানা গেছে, ইবাদতের বাবা নিজাম উদ্দিন চৌধুরী বর্ডার গার্ডে (বিজিবি) চাকরি করতেন। আর মা সামিয়া বেগম চৌধুরী পেশায় গৃহিণী। ছয় ভাইবোনের মধ্যে ইবাদত হোসেন চৌধুরী দ্বিতীয়। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি তাঁর আলাদা টান ছিল। এসএসসি পাস করে ২০০৮ সালে সৈনিক পদে বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দেন। সেখানেই চাকরির পাশাপাশি বিমানবাহিনীর নিয়মিত ভলিবল খেলতে শুরু করেন। টান ছিল ক্রিকেটেও। ২০১৬ সালে রবি পেসার হান্টের শেষ রাউন্ডে ১৩৯.০৯ কিলোমিটার গতিতে বল করে সবাইকে চমকে দেন ইবাদত। নজরে আসেন সবার। এরপর থেকে ইবাদতকে আর পেছনে থাকাতে হয়নি। ২০১৯ সালের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে ইবাদতের অভিষেক হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ তুলে পুড়িয়ে দিল বিক্ষুব্ধরা, আহত অর্ধশত

পবায় মাইকে স্লোগান দিয়ে খানকা ভাঙচুর, নীরব ছিল দুই গাড়ি পুলিশ

২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও গণঅধিকারকে নিষিদ্ধ করতে হবে: শামীম পাটোয়ারী

গোয়ালন্দে পিরের আস্তানায় হামলায় ১ জন নিহত, আশঙ্কাজনক ৫

ভূমিকম্পে হতাহত নারীদের উদ্ধার করেনি তালেবান কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত