Ajker Patrika

ডিবির এসআই জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

খুলনা প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১০: ৫৪
ডিবির এসআই জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

খুলনায় একটি আবাসিক হোটেলে মেয়ের সামনে মাকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমকে সাময়িক বহিষ্কার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

জাহাঙ্গীরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে খুলনা থানা পুলিশ। ধর্ষণের শিকার নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজের এক চিকিৎসক। ওই নারী খুলনা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকে রিলিজ নিয়ে নিজ বাড়িতে চলে গেছেন। গতকাল দুপুরে সিএমএম আদালতে প্রত্যক্ষদর্শী মেয়ের জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার শেখ শাহাজাহান বলেন, ডিবির এসআই মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আবাসিক হোটেলে মেয়ের সামনে মাকে ধর্ষণের প্রাথমিক সত্যতা পেয়েছে খুলনা থানা

পুলিশ। এ ঘটনায় খালিশপুর জোনের সহকারী সহকারী কমিশনার হুমায়ুন কবীরকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসআই জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

হোটেল সুন্দরবনের কর্মচারী গোলাম মোস্তফা জানান, এসআই জাহাঙ্গীর মাঝেমধ্যে এই হোটেলে আসতেন। মঙ্গলবার রাতে তিনি তাঁকে (হোটেল কর্মচারী) সঙ্গে নিয়ে মা-মেয়ে যে কক্ষে ছিলেন ওই কক্ষের দরজায় গিয়ে নক করেন। তাঁরা দরজা খুলে দেওয়ার পর তাঁকে (হোটেল কর্মচারীকে) মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেন। এরপর কক্ষের ভেতরে কী ঘটেছে তা তিনি দেখেননি। তবে ওই নারীর চিৎকারে হোটেলের লোকজন হোটেলের নিচতলার মেইন গেটে তালা লাগিয়ে দেন।

প্রসঙ্গত, বাগেরহাট জেলার মোংলা থেকে এক নারী তাঁর ১১ বছরের অসুস্থ মেয়েকে ডাক্তার দেখানোর জন্য মঙ্গলবার বিকেলে খুলনায় আসেন। রাতে তাঁরা নগরীর শহীদ হাদিস পার্কের সামনে হোটেল সুন্দরবনে ওঠেন। রাত আড়াইটায় এসআই জাহাঙ্গীর মা-মেয়ের কক্ষে গিয়ে মেয়ের সামনে মাকে ধর্ষণ করেন। এরপর হোটেলের কর্মচারীরা তাঁকে আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে ওই নারী বাদী হয়ে খুলনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এসআই জাহাঙ্গীর বর্তমানে খুলনা জেলা কারাগারে রয়েছেন। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মো. আতিয়ার রহমানের ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত