Ajker Patrika

আ.লীগ নেতার ওপর হামলা বাড়ি ভাঙচুর, লুটপাট

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১০: ২২
আ.লীগ নেতার ওপর হামলা  বাড়ি ভাঙচুর, লুটপাট

চাঁদা না দেওয়ায় মুন্সিগঞ্জের শ্রীনগরে বাঘড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছত্তর খানের ওপর হামলা, লুটপাট ও তাঁর গোয়ালঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের নলটেক গ্রামে এ ঘটনা ঘটে।

এতে আহতরা হলেন ছত্তর খান, তাঁর স্ত্রী শাহানাজ বেগম, কোব্বত খান, তাঁর স্ত্রী নুর নাহার ও আবদুল কুদ্দুস। গুরুতর আহত শাহানাজ বেগমকে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় পাঠান।

অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ছত্তর খান তাঁর নিজ বাড়িতে একটি ভবন নির্মাণ করছেন। একই ইউনিয়নের জাহানাবাদ এলাকার রফিকুল ব্যাপারী তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে এই ভবন নির্মাণ করতে দেবেন না বলে হুমকি দেন। এই নিয়ে কিছুদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। গত শুক্রবার বাড়ির সবাই একটি দাওয়াত থেকে রাতে বাড়িতে ফেরার কিছুক্ষণ পর রফিকুল, তাঁর দুই ছেলে মনির ব্যাপারী, আমিনুল ব্যাপারী, আনোয়ার খানের ছেলে রাজ্জাক খান, মোসলেম গাজীর ছেলে বিল্লাল গাজীসহ প্রায় ৪০-৫০ জনের একটি দল ছত্তর খানের বাড়িতে হামলা করেন। এ সময় তাঁরা বাড়িতে ঢুকে ছত্তর খানকে গালিগালাজ ও মারধর শুরু করেন। তাঁর স্ত্রী এগিয়ে গেলে তাঁর ওপরও চড়াও হন এবং তাঁদের দুজনকেই মারধর করেন। এ সময় তাঁরা ছত্তর খানের ওপর রাম দা দিয়ে আঘাত করতে গেলে তা শাহানাজ বেগমের হাতে লেগে তালু কেটে যায়। তাঁদের চিৎকারে কোব্বাত, নুর নাহার ও কুদ্দুস এগিয়ে এলে তাঁদেরও মারধর করে বাড়িতে লুট চালান এবং গোয়ালঘরে আগুন ধরিয়ে দিয়ে যান।

আহত ছত্তর খান বলেন, ‘আমি বাড়িতে একটি বিল্ডিং করছিলাম, তার জন্য চাঁদা দাবি করে রফিকুল। আমি সেই চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় আজকে আমার ও আমার পরিবারের ওপর তাঁরা হামলা করেছেন। আমার স্ত্রী, ভাইয়ের বউয়ের প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও আমার ঘরে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা তাঁরা লুট করে নিয়ে গেছেন। আমার গোয়ালঘরটাও তাঁরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। আমি একজন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হয়েও এলাকায় তাঁদের ভয়ে থাকতে হয়। আমি এই সন্ত্রাসী বাহিনীর বিচার চাই।’

এ বিষয়ে জানতে রফিকুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত