Ajker Patrika

বলিউডে অভিষেক হচ্ছে মধুমিতার

বলিউডে অভিষেক হচ্ছে মধুমিতার

‘বোঝে না সে বোঝে না’ সিরিয়াল দিয়ে দর্শকের মন জয় করেছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার। এরপর তাঁকে দেখা গেছে সিনেমা ও ওয়েব সিরিজে। এবার বলিউডে পা রাখছেন মধুমিতা। বলিউডের সিনেমা হলেও পরিচালক হিসেবে এক বাঙালিকেই পাচ্ছেন অভিনেত্রী। ‘ফর্জ’ নামের সিনেমাটি পরিচালনা করবেন প্রীতম মুখার্জি। এতে মধুমিতার বিপরীতে দেখা যাবে তনুজ ভিরওয়ানিকে। বলিউডে এটি মধুমিতার প্রথম কাজ হলেও তনুজ এর আগেও হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। ২০১৬ সালে সানি লিওনের সঙ্গে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ সিনেমায় ছিলেন তনুজ।

‘ফর্জ’ সিনেমা নিয়ে মধুমিতা বলেন, ‘সিনেমাটি আমার জন্য চ্যালেঞ্জিং হবে। যখনই কোনো চ্যালেঞ্জিং কাজ আসে, তখন সেটার মধ্যে ডুবে যেতে চাই। এরই মধ্যে হিন্দি ভাষায় দক্ষতা বাড়ানোর জন্য চর্চা শুরু করেছি।’ সিনেমার গল্প নিয়ে নির্মাতা জানান, ফর্জ একটি রোমান্টিক গল্পের সিনেমা। জানা গেছে, ঝাড়খন্ড ও কলকাতার বিভিন্ন স্থানে আগামী আগস্টে শুরু হবে সিনেমার শুটিং।

আগামী ১১ আগস্ট মুক্তি পাচ্ছে মধুমিতার নতুন সিনেমা ‘চিনি ২’। মা ও মেয়ের গল্প নিয়ে তৈরি হয়েছিল প্রথম চিনি। আগের পর্বে অপরাজিতা আঢ্য ও মধুমিতা ছিলেন মা-মেয়ের ভূমিকায়। এবার অপরাজিতা থাকছেন বাড়িওয়ালি চরিত্রে, আর তাঁর ভাড়াটিয়ার ভূমিকায় দেখা যাবে মধুমিতাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত