সবুর শুভ, চট্টগ্রাম
নাগরিক পাকিস্তানের, বহুদিন ধরে বসবাস দুবাইয়ে, ভ্রমণ ভিসায় বেড়াতে এসে চাকরি করছেন বাংলাদেশে। এই ব্যক্তির নাম মোহাম্মদ আমিন নদভী। বন্ধুত্বের মূল্য দিতে তাঁকে অবৈধভাবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে (আইআইইউসি) চাকরির সুযোগ করে দিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে চাকরি করার সুযোগ নেই। কোনো বিদেশিকে এখানে চাকরি দিতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে ওয়ার্ক পারমিট নিতে হয়। পরে কাজের ধরন অনুযায়ী ভিসাও নিতে হয়। কিন্তু এসব নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাকিস্তানি বন্ধুকে আইআইইউসির ক্যাম্পাস কো-অর্ডিনেটর পদে চাকরি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এমপি নদভী। প্রতি মাসে তাঁর পেছনে বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে খরচ করা হচ্ছে ৫ লাখ টাকা। যদিও ওই ব্যক্তির ভিসায় ‘চাকরি বারণ’ কথাটা লেখা আছে স্পষ্টাক্ষরে।
যোগাযোগ করে মোহাম্মদ আমিনকে প্রশ্ন করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘১৯৬৭ সাল থেকে আমরা পারিবারিকভাবে দুবাইতে বসবাস করছি। কিন্তু আমার জন্ম এ দেশেই। দুবাইতে আমাদের অনেক প্রপার্টি আছে। স্বাধীন বাংলাদেশ হওয়ার আগে সবাই তো স্বাভাবিকভাবে পাকিস্তানি পাসপোর্টধারী ছিল। আমার ক্ষেত্রেও তাই।’
ভিসায় চাকরি করার অনুমতি না থাকার পরও কীভাবে চাকরি করছেন—এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, ‘আমার শ্বশুরবাড়ি কক্সবাজারে। তা ছাড়া শিক্ষার্থীদের নৈতিকতা গড়ে তোলার বিষয়ে ক্লাস নিই। সরকারিভাবে আমার এখানে থাকার অনুমতি আছে।’
অপর এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আমিন নিজেকে আইআইইউসির ক্যাম্পাসের কো-অর্ডিনেটর হিসেবে পরিচয় দেন। কয়েকটি নথিপত্রে দেখা যায়, মোহাম্মদ আমিন নদভীর পাকিস্তানি পাসপোর্ট নম্বর-এবি ৯৪৯০৬১৩। পাকিস্তানি আইডি কার্ডে তাঁর বর্তমান ঠিকানা লেখা আছে সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে। আর স্থায়ী ঠিকানা পাকিস্তানের করাচির লান্দি নামক স্থানে। এই আইডি কার্ডের মেয়াদ ২০১৮ সালের ১৫ মার্চ থেকে ২০২৮ সালের ১৫ মার্চ পর্যন্ত।
ওই পাকিস্তানি পাসপোর্ট থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০১৮ সালের ৫ আগস্ট তিনি করাচি থেকে পাসপোর্ট পান। যার মেয়াদ রয়েছে ২০২৮ সালের ৪ আগস্ট পর্যন্ত।
এদিকে তিনি বাংলাদেশে আসার পর সর্বশেষ তাঁর ভিসা নবায়ন করার জন্য সুপারিশ করেন চট্টগ্রাম-১৫ আসনের এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। চলতি বছরের ৪ মার্চ এমপি নদভী নিজস্ব প্যাডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে করা এই সুপারিশে মোহাম্মদ আমিনকে তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও সহপাঠী বলে উল্লেখ করেন। এতে তাঁকে দুই বছরের টিএফ ভিসা প্রদানের জন্য ‘জোর সুপারিশ’ করেন নদভী। এরপর একই বছরের ১০ জুলাই মোহাম্মদ আমিন নিজে ভিসা ফরম পূরণের মাধ্যমে আবেদন করেন। এরপর ঢাকা থেকে গত ২৫ জুন থেকে ২০২৪ সালের ৫ মে পর্যন্ত মেয়াদ বাড়িয়ে ১০ মাস ১০ দিনের ভিসা দেওয়া হয় তাঁকে।
এই বিষয়ে খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আবু সাইদ জানান, কোনো বিদেশি নাগরিক ভিন্ন দেশে চাকরি করতে গেলে তাঁর ই-ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা থাকতে হয়। টিএফ (ট্যুরিস্ট) ভিসায় চাকরি করার সুযোগ নেই।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার আবু তৈয়র মোহাম্মদ আরিফ জানান, ট্যুরিস্ট ভিসা নিয়ে এখানে শিক্ষকতার সুযোগ নেই।
ভিসায় কোনো ধরনের চাকরি করা যাবে না বলে স্পষ্ট উল্লেখ থাকলেও আইআইইউসিতে মোহাম্মদ আমিন নদভীকে শিক্ষকতা ও প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হয়েছে। ২০২১ সালের জুনে আইআইইউসির শিক্ষক এবং মোরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি) বিভাগে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় তাঁকে। পাশাপাশি অতিরিক্ত সম্মানীর বিনিময়ে তাঁকে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ক্লাস এবং পুরো ক্যাম্পাসের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মসজিদ ও লাইব্রেরি কমিটির সদস্যও বানানো হয়। আমিন নদভী শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌর নদওয়াতুল উলামা বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও সাহিত্য বিষয়ে মাস্টার ডিগ্রি অর্জনের কথা ভিসা ফরমে উল্লেখ করেন। আইআইইউসিতে যোগদানের প্রথম দিকে তাঁর বেতন ৮০ হাজার টাকা ধরা হলেও সম্প্রতি বেতন বাড়িয়ে করা হয় প্রায় দেড় লাখ টাকা। আমিন নদভীর পরিবার দুবাই থাকলেও বিশ্ববিদ্যালয়ের একটি হলে এসি, নানা রকম সুযোগ-সুবিধাসহ ছয় রুমের একটি বিলাসবহুল বাসাও বরাদ্দ দেওয়া হয় তাঁর জন্য।
তথ্যমতে, ৩০ লাখ থেকে ৩৫ লাখ টাকা খরচ করে আমিন নদভীর অফিস ইন্টেরিয়র করা হয়েছে। প্রায় দেড় লাখ টাকা বেতন, ৩ জন কর্মকর্তা, ২ জন পিয়ন, ক্লিনার, গার্ডেনার, আলিশান অফিস, বিলাসবহুল বাসা—সব মিলিয়ে মাসে প্রায় ৫ লাখ টাকা খরচ করা হয় তাঁর পেছনে। আড়াই বছর ধরে আইআইইউসির কুমিরা (চট্টগ্রামের সীতাকুণ্ড) ক্যাম্পাসে থেকে এসব সুযোগ-সুবিধা ভোগ করছেন তিনি।
এ বিষয়ে কথা বলতে এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর মোবাইলে কয়েক দফা ফোন করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে আইআইইউসির উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফ বলেন, ‘নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মোহাম্মদ আমিন আইআইইউসিতে চাকরি করছেন বলে জানি। তবে মোহাম্মদ আমিনকে ক্যাম্পাস কো-অর্ডিনেটর করার ব্যাপারটি আমার নলেজে নেই।’
মোহাম্মদ আমিনের বাংলাদেশ থেকে নেওয়া ভিসায় চাকরির অনুমতি না থাকার বিষয়টি ভিসিকে উপস্থাপন করার পর তিনি এই বিষয়ে জানেন না বলে উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, কোনো বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষক নিয়োগ দিতে চাইলে সংশ্লিষ্ট বিভাগ থেকে প্রথমে অনুমোদন নিতে হয়। এরপর একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেটের অনুমোদনসহ ইউজিসির কাছে প্রস্তাব পাঠাতে হয়। ইউজিসি প্রার্থীর একাডেমিক যোগ্যতা, বেতনসহ আনুষঙ্গিক বিষয় যাচাই-বাছাই করে নিয়োগের অনুমোদন দেয়। টিএফ ভিসায় আসা কোনো ব্যক্তির শিক্ষকতা করার সুযোগ নেই।
নাগরিক পাকিস্তানের, বহুদিন ধরে বসবাস দুবাইয়ে, ভ্রমণ ভিসায় বেড়াতে এসে চাকরি করছেন বাংলাদেশে। এই ব্যক্তির নাম মোহাম্মদ আমিন নদভী। বন্ধুত্বের মূল্য দিতে তাঁকে অবৈধভাবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে (আইআইইউসি) চাকরির সুযোগ করে দিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে চাকরি করার সুযোগ নেই। কোনো বিদেশিকে এখানে চাকরি দিতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে ওয়ার্ক পারমিট নিতে হয়। পরে কাজের ধরন অনুযায়ী ভিসাও নিতে হয়। কিন্তু এসব নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাকিস্তানি বন্ধুকে আইআইইউসির ক্যাম্পাস কো-অর্ডিনেটর পদে চাকরি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এমপি নদভী। প্রতি মাসে তাঁর পেছনে বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে খরচ করা হচ্ছে ৫ লাখ টাকা। যদিও ওই ব্যক্তির ভিসায় ‘চাকরি বারণ’ কথাটা লেখা আছে স্পষ্টাক্ষরে।
যোগাযোগ করে মোহাম্মদ আমিনকে প্রশ্ন করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘১৯৬৭ সাল থেকে আমরা পারিবারিকভাবে দুবাইতে বসবাস করছি। কিন্তু আমার জন্ম এ দেশেই। দুবাইতে আমাদের অনেক প্রপার্টি আছে। স্বাধীন বাংলাদেশ হওয়ার আগে সবাই তো স্বাভাবিকভাবে পাকিস্তানি পাসপোর্টধারী ছিল। আমার ক্ষেত্রেও তাই।’
ভিসায় চাকরি করার অনুমতি না থাকার পরও কীভাবে চাকরি করছেন—এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, ‘আমার শ্বশুরবাড়ি কক্সবাজারে। তা ছাড়া শিক্ষার্থীদের নৈতিকতা গড়ে তোলার বিষয়ে ক্লাস নিই। সরকারিভাবে আমার এখানে থাকার অনুমতি আছে।’
অপর এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আমিন নিজেকে আইআইইউসির ক্যাম্পাসের কো-অর্ডিনেটর হিসেবে পরিচয় দেন। কয়েকটি নথিপত্রে দেখা যায়, মোহাম্মদ আমিন নদভীর পাকিস্তানি পাসপোর্ট নম্বর-এবি ৯৪৯০৬১৩। পাকিস্তানি আইডি কার্ডে তাঁর বর্তমান ঠিকানা লেখা আছে সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে। আর স্থায়ী ঠিকানা পাকিস্তানের করাচির লান্দি নামক স্থানে। এই আইডি কার্ডের মেয়াদ ২০১৮ সালের ১৫ মার্চ থেকে ২০২৮ সালের ১৫ মার্চ পর্যন্ত।
ওই পাকিস্তানি পাসপোর্ট থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০১৮ সালের ৫ আগস্ট তিনি করাচি থেকে পাসপোর্ট পান। যার মেয়াদ রয়েছে ২০২৮ সালের ৪ আগস্ট পর্যন্ত।
এদিকে তিনি বাংলাদেশে আসার পর সর্বশেষ তাঁর ভিসা নবায়ন করার জন্য সুপারিশ করেন চট্টগ্রাম-১৫ আসনের এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। চলতি বছরের ৪ মার্চ এমপি নদভী নিজস্ব প্যাডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে করা এই সুপারিশে মোহাম্মদ আমিনকে তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও সহপাঠী বলে উল্লেখ করেন। এতে তাঁকে দুই বছরের টিএফ ভিসা প্রদানের জন্য ‘জোর সুপারিশ’ করেন নদভী। এরপর একই বছরের ১০ জুলাই মোহাম্মদ আমিন নিজে ভিসা ফরম পূরণের মাধ্যমে আবেদন করেন। এরপর ঢাকা থেকে গত ২৫ জুন থেকে ২০২৪ সালের ৫ মে পর্যন্ত মেয়াদ বাড়িয়ে ১০ মাস ১০ দিনের ভিসা দেওয়া হয় তাঁকে।
এই বিষয়ে খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আবু সাইদ জানান, কোনো বিদেশি নাগরিক ভিন্ন দেশে চাকরি করতে গেলে তাঁর ই-ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা থাকতে হয়। টিএফ (ট্যুরিস্ট) ভিসায় চাকরি করার সুযোগ নেই।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার আবু তৈয়র মোহাম্মদ আরিফ জানান, ট্যুরিস্ট ভিসা নিয়ে এখানে শিক্ষকতার সুযোগ নেই।
ভিসায় কোনো ধরনের চাকরি করা যাবে না বলে স্পষ্ট উল্লেখ থাকলেও আইআইইউসিতে মোহাম্মদ আমিন নদভীকে শিক্ষকতা ও প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হয়েছে। ২০২১ সালের জুনে আইআইইউসির শিক্ষক এবং মোরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি) বিভাগে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় তাঁকে। পাশাপাশি অতিরিক্ত সম্মানীর বিনিময়ে তাঁকে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ক্লাস এবং পুরো ক্যাম্পাসের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মসজিদ ও লাইব্রেরি কমিটির সদস্যও বানানো হয়। আমিন নদভী শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌর নদওয়াতুল উলামা বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও সাহিত্য বিষয়ে মাস্টার ডিগ্রি অর্জনের কথা ভিসা ফরমে উল্লেখ করেন। আইআইইউসিতে যোগদানের প্রথম দিকে তাঁর বেতন ৮০ হাজার টাকা ধরা হলেও সম্প্রতি বেতন বাড়িয়ে করা হয় প্রায় দেড় লাখ টাকা। আমিন নদভীর পরিবার দুবাই থাকলেও বিশ্ববিদ্যালয়ের একটি হলে এসি, নানা রকম সুযোগ-সুবিধাসহ ছয় রুমের একটি বিলাসবহুল বাসাও বরাদ্দ দেওয়া হয় তাঁর জন্য।
তথ্যমতে, ৩০ লাখ থেকে ৩৫ লাখ টাকা খরচ করে আমিন নদভীর অফিস ইন্টেরিয়র করা হয়েছে। প্রায় দেড় লাখ টাকা বেতন, ৩ জন কর্মকর্তা, ২ জন পিয়ন, ক্লিনার, গার্ডেনার, আলিশান অফিস, বিলাসবহুল বাসা—সব মিলিয়ে মাসে প্রায় ৫ লাখ টাকা খরচ করা হয় তাঁর পেছনে। আড়াই বছর ধরে আইআইইউসির কুমিরা (চট্টগ্রামের সীতাকুণ্ড) ক্যাম্পাসে থেকে এসব সুযোগ-সুবিধা ভোগ করছেন তিনি।
এ বিষয়ে কথা বলতে এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর মোবাইলে কয়েক দফা ফোন করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে আইআইইউসির উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফ বলেন, ‘নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মোহাম্মদ আমিন আইআইইউসিতে চাকরি করছেন বলে জানি। তবে মোহাম্মদ আমিনকে ক্যাম্পাস কো-অর্ডিনেটর করার ব্যাপারটি আমার নলেজে নেই।’
মোহাম্মদ আমিনের বাংলাদেশ থেকে নেওয়া ভিসায় চাকরির অনুমতি না থাকার বিষয়টি ভিসিকে উপস্থাপন করার পর তিনি এই বিষয়ে জানেন না বলে উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, কোনো বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষক নিয়োগ দিতে চাইলে সংশ্লিষ্ট বিভাগ থেকে প্রথমে অনুমোদন নিতে হয়। এরপর একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেটের অনুমোদনসহ ইউজিসির কাছে প্রস্তাব পাঠাতে হয়। ইউজিসি প্রার্থীর একাডেমিক যোগ্যতা, বেতনসহ আনুষঙ্গিক বিষয় যাচাই-বাছাই করে নিয়োগের অনুমোদন দেয়। টিএফ ভিসায় আসা কোনো ব্যক্তির শিক্ষকতা করার সুযোগ নেই।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫