Ajker Patrika

এশিয়ার খুব কম রাষ্ট্রেই বই উৎসব হয়: মতিয়া

নকলা (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৭: ৩৬
এশিয়ার খুব কম রাষ্ট্রেই বই উৎসব হয়: মতিয়া

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাংসদ বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন সদিচ্ছা থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনা মূল্যে বছরের শুরুতে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা যায়। এশিয়ার খুব কম রাষ্ট্রেই বই উৎসব হয়। তারা আমাদের দেখে শিখেছে কীভাবে বিনা মূল্যে বই বিতরণ করতে হয়।

গতকাল বুধবার সকালে শেরপুরের নকলায় ৩ নম্বর উরফা ইউনিয়নে বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার টপ টেন শিক্ষার্থীদের মাঝে নিজস্ব তহবিল থেকে বিনা মূল্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে সব সময় সহায়তা দিয়েই যাচ্ছেন। শীতে দেন, গরমে, ঈদে দেন, পূজাপার্বণে দেন। স্কুলের ছাত্র-ছাত্রীদের সহায়তা করেন। সুতরাং আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে সহযোগিতা করুন।

এ সময় উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরেফিন পারভেজ, কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতা-কর্মী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত