Ajker Patrika

সোনারগাঁয় নৌকার ক্যাম্পে অগ্নিসংযোগ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১১: ০৪
সোনারগাঁয় নৌকার ক্যাম্পে অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় আসন্ন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আল আমিন সরকারের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে উপজেলার দামোদরদী এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে ক্যাম্পে থাকা নৌকা প্রতীক পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে আওয়ামী লীগ প্রার্থী ও সমর্থকদের দাবি, দুই স্বতন্ত্র প্রার্থী ও তাঁর সমর্থকেরা রাতের আঁধারে এ হামলা ও আগুনের ঘটনা ঘটিয়েছে। প্রার্থীর বড় ভাই বাচ্চু সরকার অগ্নিসংযোগের ঘটনায় বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেন।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব হোসেন সরকার বলেন, ‘নৌকার সমর্থকেরা রাতের আঁধারে তাঁদের ক্যাম্প পুড়িয়ে দিয়ে আমার সমর্থকদের পুলিশ দিয়ে হয়রানি করার চেষ্টা করছে।’ বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন তিনি।

অপর স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ডা. আব্দুর রউফ বলেন, রাতের আঁধারে কে বা কারা নৌকার ক্যাম্পে আগুন দিয়েছে। ঘটনার জন্য তাঁর ছেলে ও সমর্থকদের ওপর দায় চাপানো হচ্ছে। ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত