Ajker Patrika

কোরবানির ঈদে আসছে অনন্ত-বর্ষার ‘দিন দ্য ডে’

আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৪: ১৮
কোরবানির ঈদে আসছে অনন্ত-বর্ষার ‘দিন দ্য ডে’

বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। বড় বাজেটের সিনেমার কারণে এরই মধ্যে ভক্তদের কাছে তাঁদের আলাদা অবস্থান তৈরি হয়েছে। নিজের প্রতিটি সিনেমায় অনন্ত কোনো না কোনো চমক রাখার চেষ্টা করেন। এরই মধ্যে তিনি নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘দিন দ্য ডে’। এতে অভিনয় করেছেন অনন্ত ও বর্ষা। পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সিনেমাটি তৈরি হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়। গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল সিনেমার গান।

‘তোকে রাখব খুব আদরে’ শিরোনামের গানটি গতকাল শুক্রবার অনন্তর নিজের ইউটিউব চ্যানেল ‘অনন্ত জলিল’-এ প্রকাশিত হয়েছে। গানটি গেয়েছেন ইমরান ও আতিয়া আনিসা। কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর-সংগীত করেছেন ইমরান। এ উপলক্ষে ৩ মার্চ রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করেন চিত্রনায়ক অনন্ত ও চিত্রনায়িকা বর্ষা।

এর আগে দুবার সিনেমাটি মুক্তির ঘোষণা এলেও করোনার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। সংবাদ সম্মেলনে অনন্ত জলিল জানান, আগামী কোরবানির ঈদে সারা দেশে মুক্তি পাবে ‘দিন দ্য ডে’ সিনেমাটি। ২০১৮ সালে ইরানের ফারাবি ফাউন্ডেশনের সঙ্গে ‘দিন দ্য ডে’ যৌথভাবে প্রযোজনার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন অনন্ত।

সিনেমাটি ডাবিং করা হয়েছে পাঁচটি ভাষায়। এতে অনন্ত ও বর্ষা ছাড়াও ইরান, ফিলিস্তিন, তুরস্ক ও আফগানিস্তানের শিল্পীরা অভিনয় করেছেন। এ সিনেমায় অনন্ত জলিলকে দেখা যাবে আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসারের চরিত্রে। সিনেমাটি ৫টি ভাষায় ৮০টি দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন নায়ক অনন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত