Ajker Patrika

নিরাপদ সড়কের দাবি ছাত্রলীগের বাধা

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৬: ৫৮
নিরাপদ সড়কের দাবি ছাত্রলীগের বাধা

নিরাপদ সড়কের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচি ছাত্রলীগের বাধায় পালন করতে পারেনি শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শহরের নিরালা মোড়ে শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক ফাতেমা রহমান বিথী বলেন, সম্প্রতি ঢাকায় শিক্ষার্থী নাঈম হত্যার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে আমিসহ, ইয়াসিন আরাফাত, প্রেমা সরকার, আনিকা রহমানসহ আরও কয়েকজন সাধারণ শিক্ষার্থী ছিল।

বিথী আরও বলেন, ‘ছাত্রলীগের ফিরোজ আহমেদ ফরিদ, আরিফুর রহমান বাচ্চু, ইয়াসিন আরাফাত, রানাসহ কয়েকজন এসে নারী শিক্ষার্থীদের গায়ে হাত তোলাসহ ফেস্টুন ও প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলেন। তাঁদের অশোভন আচরণের কারণে কর্মসূচি পালন করতে পারিনি। পুলিশ অদূরে দাঁড়িয়ে তাঁদের কিছু বলেনি।’

জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, ‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাঁরা নানা রকম বাজে স্লোগান দিচ্ছিল। এ জন্য আমাদের ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের অবস্থান কর্মসূচি পালন করতে দেননি। ফেস্টুন প্ল্যাকার্ড ছিনিয়ে নেন।’

পুলিশ সুপার সরকার মো.কায়সার বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। তাঁরা যেন উচ্ছৃঙ্খল আচরণ না করতে পারে এবং কর্মসূচি পালন করতে পারে সে জন্য নির্দেশ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্কর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

পাকিস্তানে হামলায় ভারত এক দিনেই হারিয়েছে সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত