Ajker Patrika

স্মিথ-লাবুশেনের পর পেসারদের আঘাত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৮: ০৫
স্মিথ-লাবুশেনের পর পেসারদের আঘাত

মারনাস লাবুশেনের সেঞ্চুরি ও স্মিথ-ওয়ার্নারের ৯০ পেরোনো ইনিংসের পর পেসারদের তোপে অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ডকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৯ উইকেটে ৪৭৩ রানের জবাবে ইংল্যান্ড দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে করেছে ১৭ রান।

বড় লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নামা ইংল্যান্ডের শুরুটা একেবারেই ভালো হয়নি। মিচেল স্টার্কের বলে দ্বিতীয় স্লিপে স্মিথের হাতে ক্যাচ দেন ৪ রান করা ররি বার্নস। কামিন্স-হ্যাজলউডের অনুপস্থিতিতে সুযোগ পাওয়া মাইকেল নেসের অভিষেক উইকেট পান হাসিব হামিদকে ফিরিয়ে। নেসেরের বলে হাসিব ক্যাচ দেন স্টার্কের হাতে। এরপর প্রাকৃতিক বজ্রপাতের বাধায় থামে অজি পেসারদের বজ্রবিদ্যুৎময় বোলিং। ইংল্যান্ড এখন পিছিয়ে ৪৫৬ রানে।

আগের দিন জীবন পেয়ে সেঞ্চুরি থেকে পাঁচ রান দূরে থেকে দিন শেষ করেন মারনাস লাবুশেন। সেই সেঞ্চুরি তুলে নিতে গতকাল দ্বিতীয় দিন বেগ পেতে হয়নি লাবুশেনের। তিন অঙ্কে পৌঁছেও জীবন পেয়েছেন তবে ইনিংসটা আর বড় করতে পারেননি। ফিরছেন ওলি রবিনসনের বলে লেগবিফোরের ফাঁদে পড়ে। ফেরার আগে ৩০৫ বলে ৮ চারে করেছেন ১০৩ রান। লাবুশেন ফিরলেও তাঁর সঙ্গী ভারপ্রাপ্ত অধিনায়ক স্মিথ ছিলেন অবিচল। প্রান্ত আগলে সেঞ্চুরি দিকে এগিয়ে যান তিনি। তবে ওয়ার্নারের মতো তিনিও ধরা পড়েছেন নড়বড়ে নব্বইয়ের ঘরে গিয়ে। ৯৩ রান করে জিমি অ্যান্ডারসনের বলে লেগবিফোরের ফাঁদে পড়ে আউট হন স্মিথ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত