মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। বখে যাওয়া এসব কিশোরের একটি গ্রুপের ছুরিকাঘাতে শনিবার রাতে খুন হয়েছেন রাহাত হাওলাদার (২০) নামের এক কলেজশিক্ষার্থী। এ হামলায় গুরুতর আহত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাঁর তিন বন্ধু।
নিহত রাহাত হাওলাদার উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে ও ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি হলতা গুলিশাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতিও।
নারীঘটিত বিরোধের জেরে শনিবার রাতে উপজেলার গুলিশাখালী বাজারসংলগ্ন মৃধাবাড়ি নামক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চুন্নু, শাওন ও সেন্টু নামের তিনজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেপরোয়া কিশোর গ্যাংয়ের সদস্য এক কিশোর স্থানীয় টিয়ারখালী বাজার এলাকার বিবাহিত এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। নিহত রাহাতের বন্ধু শুভ টের পেয়ে এতে বাধা দেন। এতে ওই কিশোর ক্ষিপ্ত হয়ে তাঁর বন্ধু সাব্বিরকে শুভকে শায়েস্তা করার দায়িত্ব দেন। শনিবার রাতে টিয়ারখালী হাইস্কুলের মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখে রাত সাড়ে নয়টার দিকে শুভ, সানাউল, আরিফ, লতিফ ও অন্য বন্ধুদের নিয়ে বাড়ি ফিরছিলেন রাহাত। পথে সাব্বিরের নেতৃত্বে ২০-২৫ জন কিশোরের একটি গ্যাং তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, নিহত কিশোরের লাশ গতকাল রোববার সকালে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
পিরোজপুরের মঠবাড়িয়ায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। বখে যাওয়া এসব কিশোরের একটি গ্রুপের ছুরিকাঘাতে শনিবার রাতে খুন হয়েছেন রাহাত হাওলাদার (২০) নামের এক কলেজশিক্ষার্থী। এ হামলায় গুরুতর আহত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাঁর তিন বন্ধু।
নিহত রাহাত হাওলাদার উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে ও ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি হলতা গুলিশাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতিও।
নারীঘটিত বিরোধের জেরে শনিবার রাতে উপজেলার গুলিশাখালী বাজারসংলগ্ন মৃধাবাড়ি নামক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চুন্নু, শাওন ও সেন্টু নামের তিনজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেপরোয়া কিশোর গ্যাংয়ের সদস্য এক কিশোর স্থানীয় টিয়ারখালী বাজার এলাকার বিবাহিত এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। নিহত রাহাতের বন্ধু শুভ টের পেয়ে এতে বাধা দেন। এতে ওই কিশোর ক্ষিপ্ত হয়ে তাঁর বন্ধু সাব্বিরকে শুভকে শায়েস্তা করার দায়িত্ব দেন। শনিবার রাতে টিয়ারখালী হাইস্কুলের মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখে রাত সাড়ে নয়টার দিকে শুভ, সানাউল, আরিফ, লতিফ ও অন্য বন্ধুদের নিয়ে বাড়ি ফিরছিলেন রাহাত। পথে সাব্বিরের নেতৃত্বে ২০-২৫ জন কিশোরের একটি গ্যাং তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, নিহত কিশোরের লাশ গতকাল রোববার সকালে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪