Ajker Patrika

পুলিশ বিভাগের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৮: ১৯
পুলিশ বিভাগের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সুস্থ দেহে সুন্দর মন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ বিভাগের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইল পুলিশ লাইনসে ১২ দলীয় পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনাল খেলা কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া ও নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাসের দলের মধ্যে অনুষ্ঠিত হয়। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়ার দলকে ২-১ সেটে হারিয়ে ওসি শিমুল কুমার দাসের দল চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি ও অন্যান্য কর্মকর্তারা বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব প্রবীর কুমার রায় পুলিশ সুপার, নড়াইল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব তানজিলা সিদ্দিকা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত