Ajker Patrika

উন্নয়ন কর্মকাণ্ডে বালু দরকার অপরিকল্পিত উত্তোলন নয়

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২২, ১৩: ০৪
উন্নয়ন কর্মকাণ্ডে বালু দরকার অপরিকল্পিত উত্তোলন নয়

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বালু দরকার কিন্তু অপরিকল্পিতভাবে কোনো বালু উত্তোলন নয়। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন প্রতিবছর এক জায়গায় বালু মহাল হবে না। তা অনুসরণ করতে হবে। কোনো অবস্থায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না।

গতকাল শনিবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে নৌ-নিরাপত্তা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এ জেড এম জালাল উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।

নদী দূষণরোধে প্রতিমন্ত্রী বলেন, ঢাকার বুড়িগঙ্গা, চট্টগ্রামের কর্ণফুলী, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা; যেখানেই যাবেন, দূষণ দেখবেন। এখন চ্যালেঞ্জ হচ্ছে নদীগুলোকে দূষণমুক্ত করা। সে জন্য বিশেষায়িত ড্রেজার সংগ্রহ করছি। আশা করি বিশেষায়িত ড্রেজারগুলো সংগ্রহে চলে এলেই নদীগুলোকে দূষণমুক্ত করতে সমর্থ হব। এ ছাড়া নৌবন্দরগুলো আধুনিক করার জন্য কাজ করে যাচ্ছি। চাঁদপুর, নারায়নগঞ্জ, বরিশাল ও ভোলায় বন্দর উন্নয়নকাজ করা হবে। ইতিমধ্যে বরিশাল ও পটুয়াখালীসহ বেশ কিছু বন্দরের কাজ আপডেট করেছি। এখন চাঁদপুর থেকে সদরঘাট গিয়ে নামলে আগের চাইতে অনেক সুন্দর পরিবেশ পাচ্ছেন।

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘নানা কারণে চাঁদপুর নৌ-বন্দর অনেক গুরুত্বপূর্ণ। আজকে অনুষ্ঠানে যারা বক্তব্য দিয়েছেন তাঁরা অনেকেই চাঁদপুরের পূর্বের এবং বর্তমান নৌ-বন্দরের ঐতিহ্য তুলে ধরেছেন। এখানে রেলপথ, সড়কপথসহ সার্বিক সুবিধা আছে। আপনাদের দাবি এখন একটি আধুনিক নৌ-বন্দর করার জন্য। ইতিমধ্যে এই কাজ অনেক এগিয়েছে। আমরা চাঁদপুরে একটি আন্তর্জাতিক নৌ-বন্দর নির্মাণ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত