Ajker Patrika

বিজয় দিবসের আগে অসুস্থ মুক্তিযোদ্ধাদের পাশে ডিসি

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৩: ৪২
বিজয় দিবসের আগে অসুস্থ মুক্তিযোদ্ধাদের পাশে ডিসি

বাগেরহাটে অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা উপহার দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আজিজুর রহমান। শুভেচ্ছা গতকাল বুধবার দুপুরে মিষ্টি, কম্বল, ফুল নিয়ে বাগেরহাট সদর উপজেলার পার নোয়াপাড়া গ্রামের অসুস্থ বীর মুক্তিযোদ্ধা শেখ জালাল উদ্দিনে বাড়িতে যান জেলা প্রশাসক। পরে একই এলাকার অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোতালেব ঢালীর বাড়িতে যান ডিসি মোহাম্মাদ আজিজুর রহমান।

এ সময় মুক্তিযোদ্ধাদের হাতে উপহার হাতে তুলে দিয়ে তাঁদের চিকিৎসার খোঁজ-খবর জেলা প্রশাসক। জেলা প্রশাসককে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মুক্তিযোদ্ধারা। জেলা প্রশাসককে কাছে পেয়ে নিজেদের অসুবিধার কথা খুলে বলেন মুক্তিযোদ্ধারা। জেলা প্রশাসকও মুক্তিযোদ্ধাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শওকত হোসেন, গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সমশের আলীসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। বিজয় দিবসের পূর্বেই এ ধরনের উপহার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যরা।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ‘মহান বিজয় দিবসের অনুষ্ঠানে সব বীর মুক্তিযোদ্ধাদের দাওয়াত দেওয়া হয়েছে। যেসব অসুস্থ মুক্তিযোদ্ধারা আসতে পারবেন না, আমি তাঁদের বাড়িতে গিয়ে খবর নিয়েছি। জেলার সব অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে বিজয় দিবসের উপহার পৌঁছে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত