Ajker Patrika

রাঙ্গুনিয়া পৌর আওয়ামী লীগের সম্মেলন আজ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১০: ৩৯
রাঙ্গুনিয়া পৌর আওয়ামী লীগের সম্মেলন আজ

দীর্ঘ ৮ বছর পর চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আজ বিকেলে পৌরসভার অ্যাডভোকেট নুরুচ্ছাফা তালুকদার মিলনায়তনে এ সম্মেলন হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এদিকে সম্মেলন ঘিরে উপজেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। পৌর আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। সভাপতি ও সাধারণ সম্পাদক হতে ১১ জন আওয়ামী লীগ নেতা ফরম জমা দিয়েছেন। তাঁরা চালাচ্ছেন জোর প্রচার-প্রচারণা। এদিকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদ কারা পাচ্ছেন, তা নিয়ে চলছে গুঞ্জন।

তবে অধিকাংশ নেতা-কর্মীই দলীয় কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে পরিশ্রমী ও ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন করার দাবি জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১ নভেম্বর রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। সে সময় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে বর্তমান সভাপতি মাস্টার আসলাম খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম নির্বাচিত হয়েছিলেন। এরপর প্রায় ৮ বছর পর আজ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। বহুল প্রত্যাশিত এই সম্মেলনকে কেন্দ্র করে চাঙা পৌর আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

সূত্র আরও জানায়, নতুন সভাপতি-সাধারণ সম্পাদক হতে সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৮ জন নেতা নির্ধারিত তথ্যসংবলিত ফরম জমা দিয়েছেন। তাঁরা হলেন সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগ নেতা মফজল আহম্মদ কন্ট্রাক্টর, সাবেক ছাত্রনেতা বিপ্লব উদ্দিন সিকদার ও উপজেলা আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম চৌধুরী।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাবেক ছাত্রনেতা খান মোহাম্মদ মঈনুদ্দিন, পৌরসভা কৃষক লীগ সম্পাদক এনামুল হক, পৌরসভা আওয়ামী লীগ নেতা লোকমানুল হক তালুকদার, আবু তাহের, মো. আইয়ুব, মো. জাহাঙ্গীর আলম, প্রজন্ম লীগ নেতা আবু বক্কর সিদ্দিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত