Ajker Patrika

প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

টঙ্গীবাড়ি (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬: ২১
প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বারেক শেখ (৩৪) নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সহকারী উদ্যোক্তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার বলই এলাকায় বালিগাঁও-টঙ্গীবাড়ি সড়কে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বারেক ময়মনসিংহ জেলার মোস্তফা শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টঙ্গীবাড়ি উপজেলার রংমেহার গ্রামে ভাড়াবাড়িতে বসবাস করে আসছিলেন এবং হাসাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোক্তার সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বারেক ব্যাংক এশিয়ার স্থানীয় এজেন্ট ব্যাংকিংয়ের পিয়ন হিসেবেও কাজ করছিলেন। ওই এজেন্ট ব্যাংকিংয়ের টাকা উত্তোলনের জন্য গতকাল সকালে বালিগাঁও বাজারে যেতে বাড়ি থেকে বের হন তিনি। পরে ওই এজেন্ট ব্যাংকিং থেকে টাকা উত্তোলনের প্রয়োজন না থাকার কথা বললে টাকা না উঠিয়ে ফিরে আসছিলেন। ফেরার পথে বারেক তৈলকাই এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলযোগে তিনজন দুর্বৃত্ত তাঁকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে টঙ্গীবাড়ি থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে।

১৫ দিন আগে ঠিক একই জায়গায় ১৫ ফুট দূরত্বে ছিনতাইকারীদের আঘাতে একজন নিহত হন এবং দুজন গুরুতর আহত হন। এ রাস্তাটি দিয়ে চলাচলে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোয়েব আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের পরিচয় উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭৯৩ মণ্ডপে অসুরের মুখে দাড়ি, দায়ীদের শনাক্ত করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ৫০০ টাকা, প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক

ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করল বিটকয়েন

কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথে ছাত্রকে সহপাঠীদের পিটুনি, মধ্যরাতে উদ্ধার করল পুলিশ

ইউরোপের সুন্দর দেশ এস্তোনিয়ায় স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত